এক্সপ্লোর
24 November Horoscope: রবিবার দিনটা কাদের কাটবে ফুরফুরে মেজাজে, কাদের পোহাতে হবে ঝুটঝামেলা ? দেখে নিন ২৪ নভেম্বরের রাশিফলে
মেষ-মীন, রবিবার কার ভাগ্যে কী ? দেখুন রাশিফলে
ফাইল ছবি
1/12

মেষ রাশি (Mesh Rashi)- রবিবার হাসিখুশি কাটবে মেষ রাশির জাতকদের জীবন। কোনও পরিজনের কাছ থেকে ভাল খবর পেতে পারেন। লেনদেনের বিষয়ে আপনাকে নজর দিতে হবে। যদি আপনার কোনও কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে তা শেষ হতে পারে। সন্তানের স্বাস্থ্য খারাপ থাকলে, তাও এবার ঠিক হবে। সরকারি প্রকল্পে আপনি লাভবান হবেন।
2/12

বৃষ রাশি (Brisha Rashi)- রবিবার পরোপকারের কাজে নিযুক্ত থাকবেন বৃষ রাশির জাতকরা। আপনি কোনও পুরস্কার পেতে পারেন। যাতে পরিবেশ আনন্দে ভরে উঠবে। শ্বশুরবাড়ির কারো সঙ্গে মনোমালিন্য চলতে থাকলে, এবার তাও কেটে যাবে। পুরনো কোনও ভুল থেকে শিক্ষা নিতে হবে। কোনও সরকারি প্রকল্পে লাভবান হবেন।
Published at : 24 Nov 2024 06:00 AM (IST)
আরও দেখুন






















