এক্সপ্লোর
Maruti Suzuki Invicto: সুজুকির জামা পরে বাজারে হাইক্রস, মারুতি আনল ইনভিক্টো, দেখুন ছবি
Maruti Suzuki Invicto
1/10

হাইক্রস নামে আগেই টয়োটার (Toyota Innova Highcross) প্লান্ট থেকে বাজারে এসেছে এই গাড়ি। এবার ব্যাজিং ও সামান্য কিছু বাহ্যিক পরিবর্তন ঘটিয়ে একই গাড়ি নিয়ে এল মারুতি সুজুকি (Maruti Suzuki)। টয়োটা-সুজুকির চুক্তি অনুযায়ী ভারতে লঞ্চ হল Invicto।
2/10

বুধবার বহু প্রতীক্ষিত MPV লঞ্চ করেছে মারুতি। যা টয়োটা ইনোভা হাইক্রস এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই এমপিভি বিভাগে কিয়া কার্নিভাল ও টয়োটা ইনোভা ক্রিস্তার মতো গাড়ির সঙ্গে বাজারে প্রতিযোগিতায় নেমেছে গাড়ি।
Published at : 06 Jul 2023 07:01 AM (IST)
আরও দেখুন






















