এক্সপ্লোর
New MG Hector: দেশের বাজারে নতুন এমজি হেক্টর নিয়ে এল মরিস গ্যারাজেস , কেমন দেখতে গাড়ি ?
New MG Hector
1/9

রনো মডেল নজর কেড়েছে অনেকের, এবার দেশের বাজারে নতুন এমজি হেক্টর নিয়ে এল মরিস গ্যারাজেস (MG)। নতুন গ্রিল, এইচডি টাচস্ক্রিন নয়া ডিজাইন করা কেবিন দেখলেই মনে ধরতে পারে আপনার।
2/9

টাচস্ক্রিন নিয়ন্ত্রণ সহ একটি প্যানোরামিক সানরুফ দেওয়া হয়েছে এই গাড়িতে। কোম্পানি এবার আরও বৈশিষ্ট্য যোগ করেছে হেক্টরে। যে কারণে এর গুণমানের সঙ্গে নজর কাড়ছে গাড়ির ডিজাইন। অটো ব্লগারদের মতে, ডিজাইনের দিক থেকে এই শ্রেণির যেকোনও এসইউভিকে চ্যালেঞ্জ করতে পারে গাড়ি।
Published at : 10 Jan 2023 11:20 PM (IST)
আরও দেখুন






















