এক্সপ্লোর
Aadhaar Card: আধার-প্যান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল সরকার, না জানলে ভুগবেন
আধার নিয়ে নতুন ঘোষণা, না জানলে ভুগবেন !
1/8

Pan Card: সতর্ক করা হয়েছিল অনেকদিন আগেই। বার বার হুঁশিয়ারি দিয়েছিল কেন্দ্রীয় সরকার (Central Government) । এবার আর রাখঢাক নয়, 11.5 কোটি প্যান কার্ড বন্ধ করে দিল মোদি সরকার। প্যান কার্ড আধারের (Aadhar Pan Link) সঙ্গে যুক্ত না হওয়ায় এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2/8

সম্প্রতি আরটিআই-এর জবাবে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) জানিয়েছে, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার তারিখ ছিল 30 জুন। যারা নির্ধারিত সময়ের মধ্যে উভয় কার্ড লিঙ্ক করেননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
Published at : 11 Nov 2023 02:46 PM (IST)
আরও দেখুন





















