এক্সপ্লোর
Bank Fraud: পাসওয়ার্ড শক্তিশালী না হলে হারাবেন টাকা, এভাবে সুরক্ষিত করুন অ্যাকাউন্ট
Bank Fraud: সাধারণ পাসওয়ার্ডে কাজ হবে না। প্রতারকদের থেকে রক্ষা পেতে দিতে হবে জটিল পাসওয়ার্ড। তবেই আপনার অ্যাকাউন্ট থেকে দূরে থাকবে জালিয়াতরা।
Bank Fraud
1/9

Bank Fraud: সাধারণ পাসওয়ার্ডে কাজ হবে না। প্রতারকদের থেকে রক্ষা পেতে দিতে হবে জটিল পাসওয়ার্ড। তবেই আপনার অ্যাকাউন্ট থেকে দূরে থাকবে জালিয়াতরা। জেনে নিন, শক্তিশালী পাসওয়ার্ড বাানোর এরকম ৭টি উপায়।
2/9

SBI Alert: গ্রাহকদের অনলাইন লেনদেনে হানা দিচ্ছে হ্যাকাররা। পাসওয়ার্ডের সামান্য ভুলেই আপনার লেনদেনের হদিশ পেয়ে যাচ্ছে প্রতারকরা। বেগতিক দেখে এবার গ্রাহক সুরক্ষায় দুর্ভেদ্য পাসওয়ার্ডের ৭টি উপায় দেখাল স্টেট ব্যাঙ্ক (SBI)। অনেক ক্ষেত্রেই এইসব ভুয়ো মেইলের মধ্যে একটা লিঙ্ক জুড়ে দেয় হ্যাকাররা।
Published at : 25 Dec 2022 08:48 AM (IST)
আরও দেখুন




















