এক্সপ্লোর
EPFO Update: ২০ বছর ধরে এই অ্যাকাউন্টে টাকা জমাচ্ছেন, তাহলে পাবেন ৫০,০০০ টাকার অতিরিক্ত বোনাস
EPFO
1/6

EPFO Update: পেনশন, বিমার পাশাপাশি আপনার প্রভিডেন্ট ফান্ড দেয় অতিরিক্ত ৫০,০০০ টাকার বোনাস। কেবল কিছু বিশেষ PF অ্যাকাউন্ট হোল্ডাররাই পান এই সুবিধা। আপনিও কি তাদের মধ্যে পড়েন। জেনে নিন কারা পান এই বিশেষ সুবিধা।
2/6

EPFO bonus: দেশের সংগঠিত ক্ষেত্রে কর্মীদের সুরক্ষার জন্য গঠিত হয়েছিল Employees’ Provident Fund Organisation (EPFO)। বহু বছর ধরেই কর্মীদের স্বার্থে পেনশন ছাড়াও বিমার টাকা দিচ্ছে এই কর্মী সংগঠন। তবে এই দুই সুবিধার পাশাপাশি রয়েছে আরও একটি সুবিধা। যেখানে কিছু শর্ত পূরণ করলে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট হোল্ডারদের অবসরের পর ৫০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত বোনাস দেয় EPFO।
Published at : 23 Feb 2022 10:55 PM (IST)
আরও দেখুন





















