Aadhaar Card: অনলাইনে বদলাতে পারবেন আধার কার্ডের ছবি ? কীভাবে করবেন কাজ
By : ABP Ananda | Updated at : 14 Nov 2023 09:00 AM (IST)
Aadhaar Card
1/8
UIDAI: আধার কার্ডে (Aadhaar Card) পুরনো ছবিতে নিজেকে ভাল লাগছে না ? চাইলেই বদলাতে পারেন ফটো। সেই ক্ষেত্রে সামান্য কয়েকটি পদক্ষেপেই পূর্ণ হবে আপনার সাধ। জেনে নিন,পুরো প্রক্রিয়া।
2/8
এমনিতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ডে ব্যক্তির বিশদ বিবরণ দিয়ে থাকে। যেখানে আপনি- কার্ড ধারকের নাম, জন্ম তারিখ,ফোন নম্বর এবং ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
3/8
আধার তথ্যের মধ্যে ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক নথি রয়েছে। ডেমোগ্রাফিক তথ্যের মধ্যে রয়েছে নাম, ঠিকানা, জন্ম তারিখ/বয়স, লিঙ্গ, মোবাইল নম্বর, ইমেল ঠিকানা, সম্পর্কের স্থিতি। বায়োমেট্রিক ডেটার মধ্যে আইরিস স্ক্যান, আঙুলের ছাপ এবং মুখের ফটোগ্রাফ থাকে। অন্তর্ভুক্ত করে।
4/8
আপনি কি অনলাইনে আপনার আধার ছবি পরিবর্তন করতে পারেন? কিভাবে আধার কার্ডের ছবি পরিবর্তন করবেন আধার কার্ডের ফটো পরিবর্তন বা আপডেটের বিষয়ে অনলাইনে কিছু করা যায় না। আপনি অনলাইনে আধার ছবি পরিবর্তন করতে পারবেন না।
5/8
তবে আপনি অবশ্যই আধার সেবা কেন্দ্রে (ASK)-এ গিয়ে আপনার আধার কার্ডের ছবি পরিবর্তন করতে পারেন। ফটো আপডেট করতে একজনকে অবশ্যই আধার এনরোলমেন্ট সেন্টার বা তালিকাভুক্তি কেন্দ্রে যেতে হবে।
6/8
আধার কার্ডের ছবি বদলাতে 1. কাছাকাছি আধার এনরোলমেন্ট বা তালিকাভুক্তি কেন্দ্রে যান৷ 2. তালিকাভুক্তি কেন্দ্রে যাওয়ার আগে অনলাইন বা অফলাইনে একটি পূর্বের অ্যাপয়েন্টমেন্টের সময় নিন। 3. সেই ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি পূরণ করুন।
7/8
4. আধার তালিকাভুক্তি কেন্দ্রের আধিকারিকের কাছে ফর্মটি জমা দিন৷ 5. আধিকারিক বা কেন্দ্রের প্রতিনিধি বায়োমেট্রিক বিবরণ যাচাই করবে এবং একটি নতুন ছবি ওই জায়গায় দিয়ে দেবে। 6. ফটো পরিবর্তনের জন্য কোনও অতিরিক্ত নথির প্রয়োজন নেই।
8/8
7. ফটো পরিবর্তন/আপডেটের জন্য 100 টাকা ফি প্রযোজ্য। 8. এখানে একটি স্বীকৃতি স্লিপ পাবেন আপনি। 9. নতুন ছবি আধার কার্ডে 90 দিনের মধ্যে আপডেট করা হবে, যার পরে কেউ PVC বা ডিজিটাল নথি ডাউনলোড করতে পারবেন।