হোমফটো গ্যালারিখুঁটিনাটিSBI Notice: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ঘোষণা, এই কাজ না করলে সমস্যা বাড়বে
SBI Notice: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় ঘোষণা, এই কাজ না করলে সমস্যা বাড়বে
By : abp ananda | Updated at : 11 Jun 2022 08:35 PM (IST)
SBI
1/9
এখনও এই কাজ না করে থাকলে আগামী দিনে বন্ধ হয়ে যাবে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট। এবার অনলাইনেই করেনিতে পারবেন স্টেট ব্যাঙ্কের এই কাজ। জেনে নিন কীভাবে ?
2/9
এখনও আপনার ব্যাঙ্কে কেওয়াইসি নথি জমা না দিলে ফ্রিজ বা বন্ধ করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্ট। এখন অবশ্য বাড়িতে বসেই আপডেট করতে পারবেন আপনার কেওয়াইসি বিবরণ।
3/9
এর জন্য আলাদা করে ব্যাঙ্কের শাখায় যেতে হবে না আপনাকে। মনে রাখবেন, আপনার অ্যাকাউন্টকে ফ্রিজ হওয়া থেকে বাঁচাতে এটি নিয়ন্ত্রণে রাখতে KYC করা অবশ্যই প্রয়োজন।
4/9
কেওয়াইসির জন্য নথি জমা দেওয়ার আগে কেওয়াইসির বিশদ বিবরণ আপডেট করার জন্য আপনাকে ব্যাঙ্কের কিছু নথি জমা দিতে হবে। জেনে নিন কেওয়াইসি আপডেট করতে কী নথি লাগবে।
5/9
গ্রাহকদের তাদের ঠিকানা ও পরিচয় প্রমাণপত্র স্ক্যান করে শাখার অফিশিয়াল মেইল আইডিতে পাঠাতে হবে।
6/9
যদি আপনার কেওয়াইসি ডকুমেন্ট জমা সম্পন্ন না হয়, তাহলে অনলাইনে আপনার কেওয়াইসি ডকুমেন্ট পাঠান।
7/9
যে নথিগুলি পাঠাতে হবে, তার মধ্যে রয়েছে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, এনরেগা কার্ড, প্যান কার্ড সহ আপনার ঠিকানা প্রমাণ।
8/9
যদি নাবালকের বয়স 10 বছরের কম হয়, এমন অবস্থায় সেই নাবালকের অ্যাকাউন্ট পরিচালনাকারী ব্যক্তির পরিচয়পত্র দিতে হবে।
9/9
যখন অ্যাকাউন্টধারকের বয়স 10 বছরের বেশি হবে তখন তাদেরও অন্যদের মতো কেওয়াইসি নথি জমা করতে হবে।