এক্সপ্লোর
Aadhaar Card Free Update: চলতি মাসে বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ, কীভাবে করবেন কাজ ?
Aadhaar Card: বর্তমানে আধার কার্ড কেবল আপনার ভোট দেওয়ার নথি নয়। ভারতের সবচেয়ে প্রয়োজনীয় সনাক্তকরণ নথিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে এই কার্ড।
এই তারিখ পর্যন্ত আধারের এই পরিষেবা বিনামূল্যে।
1/9

আপনার আধার কার্ডের বয়স 10 বছরের বেশি হলে এবার পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই ধরনের আধার কার্ডগুলির আপডেট করার পরামর্শ দিয়েছে। যার জন্য পরিচয়ের প্রমাণ এবং ঠিকানা উভয়ই প্রয়োজন। এই ক্ষেত্রে আগামী 14সেপ্টেম্বর, 2024 পর্যন্ত রয়েছে বিনামূল্যে আধার আপডেট করার সুযোগ।
2/9

28 জানুয়ারি 2009-এ প্রথম চালু হয়েছিল এই আধার কার্ড। বর্তমানে আধার কার্ড কেবল আপনার ভোট দেওয়ার নথি নয়। ভারতের সবচেয়ে প্রয়োজনীয় সনাক্তকরণ নথিগুলির মধ্যে একটি হয়ে উঠেছে এই কার্ড। এটি PAN কার্ড বা ভোটার আইডির মতো পরিচয়ের প্রমাণ হিসাবে কাজ করলেও আধার আরও বহুমুখী যেমন ব্যাঙ্কিং, সরকারি ভর্তুকি সহ বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত করা যেতে পারে।
Published at : 10 Sep 2024 04:57 PM (IST)
আরও দেখুন






















