এক্সপ্লোর
Electric Bike: এক চার্জে রেঞ্জ ১৮০কিমি, নতুন ইলেকট্রিক বাইক লঞ্চ হল দেশে
Electric_Bike
1/6

Electric Bike Tork Kratos Launches:বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক কোম্পানি টর্ক মোটরস এবার ভারতে নিয়ে এল তাদের নতুন বৈদ্যুতিক বাইক Kratos। কোম্পানি এই বাইকটি 2টি ভ্যারিয়েন্টে বাজারে আনছে। যেগুলি হল Kratos ও Kratos R।
2/6

এই বাইকের দাম শুরু 1.02 লক্ষ টাকা থেকে। এই দাম দিল্লির এক্স শোরুম প্রাইস। এর সঙ্গে ভর্তুকি যুক্ত আছে। টর্ক মোটরস ইতিমধ্যেই এই বাইকের বুকিং শুরু করেছে।
3/6

বাইকের ডেলিভারি চলতি বছরের এপ্রিল পর্যন্ত চলবে। আগ্রহী গ্রাহকরা মাত্র 999 টাকা দিয়ে কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইটে মোটরসাইকেলটি বুক করতে পারেন।
4/6

এই বাইকটি 48V-এর সিস্টেম ভোল্টেজ সহ একটি IP67-রেটযুক্ত 4 Kwh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক-সহ আসে। এই বাইক 100 কিলোমিটার প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতি অর্জনের ক্ষমতা ধরে। এর IDC রেঞ্জ হল 180 কিমি। আর বাস্তব দুনিয়ার রেঞ্জ হল 120 কিমি।
5/6

এতে রয়েছে অ্যাক্সিয়াল ফ্লাক্স টাইপ বৈদ্যুতিক মোটর। যার সর্বোচ্চ শক্তি 7.5 কিলোওয়াট ও সর্বোচ্চ টর্ক 28 Nm। কোম্পানির দাবি, মাত্র 4 সেকেন্ডে এই গাড়িটি 0-40 kmph গতি তুলতে সক্ষম।
6/6

এদিকে হাই-স্পেক Kratos R-এ একটি আরও শক্তিশালী মোটর রয়েছে। যা সর্বোচ্চ 9.0 Kw শক্তি ও 38 Nm পিক টর্ক জেনারেট করে। স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় এটির সর্বোচ্চ গতি 105 kmph।
Published at : 28 Jan 2022 01:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
অপরাধ
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
