এক্সপ্লোর
Royal Enfield Update: আসছে রয়্যাল এনফিল্ডের এই ৫ শক্তিশালী বাইক, চলতি বছরেই হবে লঞ্চ
Royal_Enfield_ShotGun_650_(SG_650)
1/6

Royal Enfield Hunter 350: হান্টার 350, মিটিওর 350 ও নতুন-জেনারেশন ক্লাসিক 350-র পরে আসন্ন রয়্যাল এনফিল্ডটি হবে RE-র থার্ড প্রোডাক্ট যা J-Series প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। হান্টার 350 একটি রোডস্টার বাইক যা তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। বাইকটি একটি 349cc, সিঙ্গল-সিলিন্ডার, এয়ার ও অয়েল-কুলড, 5-স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিনে চলে। এটি 2022 সালের জুনে লঞ্চ হতে পারে।
2/6

New-Gen Royal Enfield Bullet 350: Royal Enfield 2022 সালে লঞ্চ করা সবচেয়ে বড় বাইকগুলির মধ্যে একটি হল নতুন প্রজন্মের বুলেট। নতুন-জেনারেশন বুলেট 350 RE-র নতুন J-সিরিজ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। যা Meteor 350 ও নতুন প্রজন্মের Classic 350-কেও টেক্কা দিতে পারে। এটি একটি 349cc, সিঙ্গল সিলিন্ডার, এয়ার ও অয়েল-কুলড ইঞ্জিন থেকে শক্তি সংগ্রহ করবে। লঞ্চ হলে এটি হবে ভারতের সবচেয়ে সস্তা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। নভেম্বর 2022-এ লঞ্চ হতে পারে এই বাইক।
Published at : 22 Mar 2022 07:16 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















