Post Office Alert : পোস্ট অফিসে টাকা রাখেন ! বদলে যাচ্ছে এই নিয়ম
By : abp ananda | Updated at : 07 Mar 2022 02:13 AM (IST)
Post_Office
1/6
১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে পোস্ট অফিসের (Post Office)সেভিংসে অ্যাকাউন্টের সুদের নিয়ম। এবার থেকে সুদের টাকা নগদে হাতে পাবেন না বিনিয়োগকারীরা। কিছু স্কিমের ক্ষেত্রে এই নিয়ম জারি করেছে ইন্ডিয়া পোস্ট (India Post)। এই সব যোজনায় আপনার বিনিয়োগ আছে কি ?
2/6
বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট বলছে, ১ এপ্রিল থেকে মান্থলি ইনভেস্টেমেন্ট স্কিম (MIS),সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম (SCSS), টাইম ডিপোজিট অ্যাকাউন্ট(TD)-এর টাকা আর নগদে নিতে পারবেন না আমানতকারীরা। পরিবর্তে সরাসরি সুদের টাকা সেভিংস অ্যাকাউন্টে পাঠাবে সরকার। এই সংশোধিত নির্দেশিকা প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এই ক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক সুদের টাকার ক্ষেত্রে একই নিয়ম রেখেছে কর্তৃপক্ষ।
3/6
নতুন নিয়ম মেনে আমানতকারীদের তাদের ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ দিতে বলা হয়েছে। সেই অ্যাকাউন্টেই আগামী দিনে সুদের টাকা পাঠাবে ইন্ডিয়া পোস্ট (India Post)। সেই ক্ষেত্রে এই সেভিংস অ্যাকাউন্টগুলিকে তাদের বিভিন্ন স্কিমের সঙ্গে অবশ্যই জুড়তে বলা হয়েছে।
4/6
এখানে উল্লেখ করা আবশ্যক যে, যদি কোনও বিনিয়োগকারী ৩১ মার্চের মধ্যে উভয় অ্যাকাউন্টই লিঙ্ক না করেন তাহলে ১ এপ্রিলের পরে প্রাপ্ত সুদ পোস্ট অফিসের বিভিন্ন অফিস অ্যাকাউন্টে জমা করা হবে। পোস্ট অফিসের তরফে আরও জানানো হয়েছে, যদি সুদের পরিমাণ বিবিধ অফিস অ্যাকাউন্টে জমা করা হয়, তবে তা কেবল পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট বা চেকের মাধ্যমে পাওয়া যেতে পারে।
5/6
সরকারি সুরক্ষা ও ব্যাঙ্কের থেকে বেশি সুদের হার হওয়ার কারণে এমনিতেই পোস্ট অফিসে লগ্নি করেন বহু আমানতকারী। মূলত, নিরাপদ আর্থিক ভবিষ্যতের কথা ভেবেই এই কাজ করেন বিনিয়োগকারীরা। সেই ক্ষেত্রে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম, মান্থলি ইনভেস্টেমেন্ট স্কিম (MIS),টাইম ডিপোজিট অ্যাকাউন্টে টাকা রাখেন তাঁরা।
6/6
এইসব ক্ষেত্রেই সাধারণ ব্যাঙ্কের থেকে সুদের হার বেশি থাকে পোস্ট অফিসের। সেই কারণেই পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের জনপ্রিয়তা রয়েছে গ্রাহকদের মনে।