এক্সপ্লোর
Post Office Alert : পোস্ট অফিসে টাকা রাখেন ! বদলে যাচ্ছে এই নিয়ম
Post_Office
1/6

১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে পোস্ট অফিসের (Post Office)সেভিংসে অ্যাকাউন্টের সুদের নিয়ম। এবার থেকে সুদের টাকা নগদে হাতে পাবেন না বিনিয়োগকারীরা। কিছু স্কিমের ক্ষেত্রে এই নিয়ম জারি করেছে ইন্ডিয়া পোস্ট (India Post)। এই সব যোজনায় আপনার বিনিয়োগ আছে কি ?
2/6

বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট বলছে, ১ এপ্রিল থেকে মান্থলি ইনভেস্টেমেন্ট স্কিম (MIS),সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম (SCSS), টাইম ডিপোজিট অ্যাকাউন্ট(TD)-এর টাকা আর নগদে নিতে পারবেন না আমানতকারীরা। পরিবর্তে সরাসরি সুদের টাকা সেভিংস অ্যাকাউন্টে পাঠাবে সরকার। এই সংশোধিত নির্দেশিকা প্রত্যেকের জন্যই প্রযোজ্য। এই ক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক সুদের টাকার ক্ষেত্রে একই নিয়ম রেখেছে কর্তৃপক্ষ।
Published at : 07 Mar 2022 02:13 AM (IST)
আরও দেখুন






















