এক্সপ্লোর
RBI Safest Bank: দেশের সবথেকে নিরাপদ তিন ব্যাঙ্কের নাম জানেন ?
money
1/7

Bank News: বেশি সুদের (Interest Rate) আশায় হতে পারে লোকসান (Loss)। নিরাপদ জায়গায় টাকা না রাখলে লাভ তো দূর জমাও ফেরত পাবেন না। সম্প্রতি দেশবাসীকে তিন সবথেকে নিরাপদ ব্যাঙ্কের নাম জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।
2/7

আজকাল এমন মানুষ কমই আছে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। অনেকেরই আলাদা স্যালারি অ্যাকাউন্ট থাকে। কেউ আবার পরিবারের জন্য আলাদা সেভিংস অ্যাকাউন্ট করেন। প্রত্যেকে তাদের অর্থ ব্যাঙ্কে জমা করে, যাতে এই অর্থ সময়মতো কাজে লাগে। কিন্তু কখনও কখনও এমনও হয়, যখন ব্যাঙ্ক নিজেই দেউলিয়া হয়ে যায়।
Published at : 29 Dec 2023 07:08 PM (IST)
আরও দেখুন






















