RBI Safest Bank: দেশের সবথেকে নিরাপদ তিন ব্যাঙ্কের নাম জানেন ?
By : ABP Ananda | Updated at : 29 Dec 2023 07:08 PM (IST)
money
1/7
Bank News: বেশি সুদের (Interest Rate) আশায় হতে পারে লোকসান (Loss)। নিরাপদ জায়গায় টাকা না রাখলে লাভ তো দূর জমাও ফেরত পাবেন না। সম্প্রতি দেশবাসীকে তিন সবথেকে নিরাপদ ব্যাঙ্কের নাম জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।
2/7
আজকাল এমন মানুষ কমই আছে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। অনেকেরই আলাদা স্যালারি অ্যাকাউন্ট থাকে। কেউ আবার পরিবারের জন্য আলাদা সেভিংস অ্যাকাউন্ট করেন। প্রত্যেকে তাদের অর্থ ব্যাঙ্কে জমা করে, যাতে এই অর্থ সময়মতো কাজে লাগে। কিন্তু কখনও কখনও এমনও হয়, যখন ব্যাঙ্ক নিজেই দেউলিয়া হয়ে যায়।
3/7
এই অবস্থায় আমানতকারীদের সমস্যা বাড়ে, তাদের টাকা নষ্ট হয়। তবে এখন আপনার চিন্তা করার দরকার নেই, কারণ আরবিআই দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকা ঘোষণা করেছে। এতে আপনার টাকা নিরাপদ থাকবে।
4/7
নতুন বছরে ব্যাঙ্ক ছুটির তালিকা ঘোষণা করেছে আরবিআই। বছরে মোট ৮১ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনগুলির মধ্যে কিছু, ব্যাঙ্কগুলি শুধুমাত্র নির্দিষ্ট রাজ্যে তালাবদ্ধ থাকবে, অন্যথায় ব্যাঙ্কের কার্যক্রম সুষ্ঠুভাবে চলতে থাকবে। শনি ও রবিবার ছাড়া অন্যান্য উৎসবের কথা মাথায় রেখে ছুটির তালিকা ঘোষণা করেছে RBI।
5/7
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) Domestic Systemically Important Banks 2022 নামে একটি তালিকা প্রকাশ করেছে ৷ অর্থাৎ, দেশীয় ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ব্যাঙ্কগুলি৷ তালিকায় রয়েছে দেশের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কগুলির নাম।
6/7
RBI ঘোষিত সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকায় একটি সরকারি এবং 2টি বেসরকারি ব্যাঙ্কের নাম রয়েছে। তার মধ্যে সরকারি ক্ষেত্রের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) নাম রয়েছে।
7/7
এছাড়া বেসরকারি খাতের ২টি ব্যাঙ্ক এই তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে HDFC ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্কের নাম ।