এক্সপ্লোর
Share Market: আজ থেকে ঘুরবে শেয়ার বাজারের চাকা ! কী কী বিষয় দেখে করবেন বিনিয়োগ ?
Share Market
1/11

Market Outlook: টানা চার সপ্তাহ ধরে বিক্রির ঢল নেমেছে। বিনিয়োগকারীদের চিন্তা বাড়িয়েছে ভারতের শেয়ারবাজার (Stock Market)। গত মাসে বিএসই সেনসেক্স (Sensex) এবং এনএসই নিফটি (Nifty) উভয়ই তাদের নতুন রেকর্ড স্তর তৈরি করেছে। এরপর থেকে বাজার পতনের কবলে পড়ে। এখন দেখতে হবে 21 অগাস্টের সপ্তাহে দেশীয় বাজারে কী প্রবণতা দেখা যায়।
2/11

গত সপ্তাহের কথা বলতে গেলে, বিএসই সেনসেক্স 373.99 পয়েন্ট অর্থাৎ 0.57 শতাংশের নীচে ছিল। সপ্তাহের শেষ দিন শুক্রবার 65 হাজার পয়েন্টের নীচে নেমে এসেছিল। জুলাই মাসে এটি সর্বোচ্চ 67,620 পয়েন্টে পৌঁছেছিল।
Published at : 21 Aug 2023 07:01 AM (IST)
আরও দেখুন






















