এক্সপ্লোর
Investment Scheme: সুকন্যা সমৃদ্ধি, পিপিএফ নাকি শুধু এসআইপি- বছরে ১.৫ লক্ষ টাকা জমালে কোন স্কিমে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত হবে ?
SIP vs PPF vs SSY: কেউ যদি বছরে ১.৫ লক্ষ টাকা করে জমান এবং টানা ২১ বছর ধরে এই বিনিয়োগ চালিয়ে যান তাহলে কোন স্কিমে কত রিটার্ন আসবে দেখে নেওয়া যাক।
কোন স্কিমে বিনিয়োগ করলে সবথেকে নিরাপদ ও বেশি রিটার্ন মিলবে ?
1/10

যখন শিশুদের জন্য তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার একটি স্কিমে বিনিয়োগের কথা ওঠে তখন অনেকের মনেই সুকন্যা সমৃদ্ধির কথা উঠে আসে।
2/10

অনেকে আবার পাবলিক প্রভিডেন্ট ফান্ডের কথাও মনে করেন। কারণ এই দুটি উপায়ই অত্যন্ত নিরাপদ এবং ঝুঁকিবিহীন আর নিশ্চিত রিটার্ন এনে দেয়।
Published at : 23 Aug 2025 05:13 PM (IST)
আরও দেখুন






















