এক্সপ্লোর
Sensex: আজ থেকে বাজারে ফের দুরন্ত গতি ! না কারেকশন মুডে যাবে সপ্তাহ ?
Share Market
1/9

গত সপ্তাহে দুরন্ত গতি দেখিয়েছে বাজার (Share Market), ভেঙেছে একের পর এক রেকর্ড। তাই সোমবার থাকছে বাড়তি চাপ। আরও নতুন উচ্চতায় ইন্ডিয়ান স্টক মার্কেটকে (Sensex) দেখতে চাইছেন বিনিয়োগকারীরা। যদিও টেকনিক্যাল চার্ট ও বাস্তব বলছে অন্য কথা। জেনে নিন, আগামী সপ্তাহে কোন কোন বিষয়ের ওপর নি্ভর করবে বাজারের (Nifty) গতি।
2/9

: ইতিমধ্যেই দেশীয় পুঁজিবাজারে রেকর্ড উত্থান লক্ষ্য করা গেছে। বাজার ক্রমাগত নতুন রেকর্ড তৈরি করছে। গত সপ্তাহটিও ছিল বুলদের আধিপত্য। উভয় প্রধান সূচক যেমন বিএসই সেনসেক্স ও এনএসই নিফটি শুক্রবার নতুন সর্বকালের উচ্চতায় পৌঁছতে সক্ষম হয়েছে।
Published at : 16 Jul 2023 11:47 PM (IST)
আরও দেখুন






















