এক্সপ্লোর
SUV: চলতি বছর দীপাবলির সময়ে ভারতে লঞ্চ হতে পারে এই ৫টি এসইউভি, দেখুন ছবিতে
Diwali 2022 SUV Launch: চলতি বছর দীপাবলির সময় ভারতে লঞ্চ হতে পারে কোন এসইউভিগুলি, দেখে নিন।

Upcoming SUVs in India
1/10

Volvo XC 40 Recharge- চলতি বছরের শুরুর দিকে ভলভো সংস্থার all-electric XC40 গাড়ি প্রকাশ্যে এসেছে। অক্টোবর মাসে এই গাড়ির ডেলিভারি শুরু হবে বলে মনে করা হচ্ছে।
2/10

Volvo XC 40 Recharge- চলতি বছরের শুরুর দিকে ভলভো সংস্থার all-electric XC40 গাড়ি প্রকাশ্যে এসেছে। অক্টোবর মাসে এই গাড়ির ডেলিভারি শুরু হবে বলে মনে করা হচ্ছে।
3/10

Mahindra Bolero Neo Plus- লং হুইলবেসের এই গাড়ি ৯ সিটের মডেল। এই বছরের শেষের দিকে এই গাড়ি লঞ্চের সম্ভাবনা রয়েছে।
4/10

The Mahindra Bolero Neo Plus গাড়ি ৪৪০০ মিলিমিটার লম্বা, ১৭৯৫ মিলিমিটার চওড়া এবং ১৮১২ মিলিমিটার উঁচু হবে। আর হুইলবেস থাকবে ২৬৮০ মিলিমিটারের।
5/10

কিয়া সেলটস ফেসলিফট গাড়িও চলতি বছর দীপাবলির আশপাশের সময় লঞ্চ করার কথা রয়েছে। এই গাড়িতে যুক্ত হয়েছে নতুন একজোড়া হেডল্যাম্প।
6/10

এই গাড়ির ডিজাইন এবং লুক সম্বন্ধে কিছু ফিচার ছাড়া এখনও সেভাবে বিশেষ কিছু প্রকাশ্যে আসেনি। দাম কত হতে পারে তাও জানা যায়নি।
7/10

Hyundai Creta facelift- হুন্ডাইয়ের এই গাড়ি ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে শোনা যাচ্ছে, এই কমপ্যাক্ট এসইউভির দাম শুরু হতে পারে ১০.৫ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে।
8/10

আপডেটেড হুন্ডাই ক্রেটার এই মডেলে থাকবে নতুন প্যারামেট্রিক গ্রিল, এলইডি ডে-টাইম রানিং ল্যাম্প, নতুন এলইডি হেডল্যাম্প।
9/10

Hyundai Palisade- হুন্ডাইয়ের এই ফুল সাইজ এসইউভি কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে। একটি লাইভ স্ট্রিম ভিডিয়ো করে এই এসইউভির লুক এবং ডিজাইনের আপডেট প্রকাশ করা হয়েছিল।
10/10

এই গাড়িতে ৩.৮ লিটারের ভি ইঞ্জিন থাকছে। এর সাহায্যে ২৯৫ হর্সপাওয়ার এবং ৩৫৫ এনএম টর্ক উৎপন্ন হবে। এছাড়াও থাকবে ৮-স্পিড অটোম্যাটিক ট্রান্সমিশন।
Published at : 22 Jul 2022 11:48 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
