এক্সপ্লোর
125th anniversary celebration of Ramakrishna Mission : রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর উদযাপনের সমাপ্তি, কেমন ছিল মিশন শুরুর সময়টা ?
রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর উদ্ যাপনের বর্ষব্যাপী অনুষ্ঠান শেষ হল সোমবার।
125th anniversary celebration of Ramakrishna Mission : রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর উদযাপনের সমাপ্তি, কেমন ছিল মিশন শুরুর সময়টা ?
1/10

শ্রীরামকৃষ্ণ ( Ramakrishna Mission ) সঙ্ঘ প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ‘‘এখন থেকে দেড় হাজার বছর শ্রীরামকৃষ্ণ ভাবতরঙ্গ গোটা বিশ্বকে প্লাবিত করবে।’’ সেই সঙ্ঘ আজ ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
2/10

রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর উদ্ যাপনের বর্ষব্যাপী অনুষ্ঠান শেষ হল সোমবার। এদিন বিকেলে বিশেষ সভায় বক্তব্য রাখেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ( Ramakrishna Math & Ramakrishna Mission ) সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ-সহ মঠের বরিষ্ঠ সন্ন্যাসীরা।
Published at : 02 May 2023 02:25 PM (IST)
আরও দেখুন






















