এক্সপ্লোর
21 July: আজ তৃণমূলের ২১ জুলাই, সকাল থেকে ভিড় শহরে, কলকাতায় দলে দলে নেতা-কর্মীরা
West Bengal News: তৃণমূলের একুশের মিছিলে রঙের ঢেউ। যুবশ্রী,কন্যাশ্রী থেকে সবুজসাথী, রাজ্যের একের পর এক প্রকল্পের প্ল্যাকার্ড নিয়ে মিছিল কলকাতামুখী।
ফাইল ছবি
1/10

আজ তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ। লোকসভা ভোট ও বিধানসভা উপনির্বাচনে ব্য়াপক সাফল্য়ের পর, প্রথম সমাবেশ, উদ্দীপনায় ভাসছে তৃণমূল কর্মীরা।
2/10

তৃণমূলের এই মেগা সমাবেশের মঞ্চটি তিন ভাগে ভাগ করা হয়েছে। মূল মঞ্চটি দৈর্ঘ্য়ে ৫২ ফুট এবং প্রস্থে ২৪ ফুট। যেখানে বসবেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়। থাকবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, সাংসদ-মন্ত্রী ও অতিথিরা।
3/10

মঞ্চের দ্বিতীয় ভাগ দৈর্ঘ্য়ে ৪৮ ফুট ও প্রস্থে ২৪ ফুট। যেখানে থাকবেন শহিদ পরিবারের সদস্য়রা। তৃতীয় স্তরের দৈর্ঘ্য় ৪০ ফুট ও প্রস্থ ২৪ ফুট। যেখানে থাকবেন বিধায়ক, কাউন্সিলর ও দলীয় নেতারা। মঞ্চে ওঠার জন্য় এবার তৈরি করা হয়েছে একটি।
4/10

২১ জুলাই উপলক্ষে ইতিমধ্য়েই বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসে পৌঁছেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। বিভিন্ন জেলা থেকে বাসে-ট্রেনে করে আরও কর্মী-সমর্থকরা আসছেন শহরে।
5/10

নেতাজি ইনডোর, গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, বিভিন্ন জায়গায় তাঁদের থাকার ব্য়বস্থা করা হয়েছে। সমাবেশের মূল মিছিলগুলির পথও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
6/10

এবার শুধু শহিদ সমাবেশ নয়, বিজয় সমাবেশ। এবারের ২১-এ জুলাইয়ের আকর্ষণ অখিলেশ যাদব। কাল তিনি লখনউ থেকে এয়ারপোর্টে এসে পৌঁছবেন। এবং ভাষণ দেবেন।
7/10

২১-র সমাবেশে যোগ দিতে দুর্গাপুর স্টেশন অগ্নিবীণা এক্সপ্রেস, কোলফিল্ড এক্সপ্রেসে চড়ে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা।
8/10

সাগরের কচুবেড়িয়া থেকে ভেসেলে চড়ে রওনা দিয়েছেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। কাকদ্বীপের লট এইট থেকে বাসে চড়ে যাবেন ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে।
9/10

একুশে জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে জেলা থেকে দলে দলে তৃণমূলের কর্মী, সমর্থকরা আসছেন হাওড়া স্টেশনে। এখান থেকে লঞ্চে চড়ে বা মিছিল করে রওনা দেবেন ধর্মতলার উদ্দেশে। হাওড়া স্টেশনের উল্টোদিকে তৈরি করা হয়েছে অভ্যর্থনা মঞ্চ। সাহায্যের জন্য রয়েছেন স্বেচ্ছাসেবকরা।
10/10

একজনকে হনুমান সাজিয়ে নদিয়ার চাকদা থেকে ধর্মতলার পথে রওনা দিলেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। সঙ্গে প্ল্যাকার্ড, পোস্টার। তাতে লেখা, রাম রাজনৈতিক স্লোগান নয়, রাম আমার-আপনার সবার।
Published at : 21 Jul 2024 08:17 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের























