এক্সপ্লোর
UK-India Relations: ভারত এবং ব্রিটেন সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্য, আলোচনার সভার আয়োজন
UK-India Relations: পশ্চিমবঙ্গ এবং ব্রিটেনের মধ্যে সম্পর্ক মজবুত করতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও আলোচনা করা হয়েছে।
![UK-India Relations: পশ্চিমবঙ্গ এবং ব্রিটেনের মধ্যে সম্পর্ক মজবুত করতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও আলোচনা করা হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/b33a822a32bf17d640671b62684bdbe7170386886510851_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ফাইল ছবি
1/10
![দ্য বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন (BHF) ব্রিটিশ ডেপুটি হাই কমিশন, ব্রিটিশ কাউন্সিল এবং ইন্দো ব্রিটিশ স্কলার্স অ্যাসোসিয়েশন (IBSA) এর সহযোগিতায় কলকাতার ব্রিটিশ ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করে। যার নাম বেঙ্গল হেরিটেজ ডিনার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/659d750b05552862f11f8c5bcf2b5a61fe545.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
দ্য বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন (BHF) ব্রিটিশ ডেপুটি হাই কমিশন, ব্রিটিশ কাউন্সিল এবং ইন্দো ব্রিটিশ স্কলার্স অ্যাসোসিয়েশন (IBSA) এর সহযোগিতায় কলকাতার ব্রিটিশ ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করে। যার নাম বেঙ্গল হেরিটেজ ডিনার।
2/10
![ভারত এবং ব্রিটেনের সাংস্কৃতিক বিনিময়, দুই দেশের সমসাময়িক ইতিহাস এবং সম্পর্কের বিষয় উঠে আসে এদিনের আলোচনায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/7b2b7911349d53c4fbfd94ec88015554b2673.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারত এবং ব্রিটেনের সাংস্কৃতিক বিনিময়, দুই দেশের সমসাময়িক ইতিহাস এবং সম্পর্কের বিষয় উঠে আসে এদিনের আলোচনায়।
3/10
![ভারত এবং ব্রিটেনের সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এদিন একটি ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়। 'India in UK' এবং 'UK in India' দুটি টিম অংশ গ্রহণ করে। এই ম্যাচে অংশ নেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/842f4d00ee49b8e1648ab2828d5e679b89ce0.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারত এবং ব্রিটেনের সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এদিন একটি ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়। 'India in UK' এবং 'UK in India' দুটি টিম অংশ গ্রহণ করে। এই ম্যাচে অংশ নেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়।
4/10
![এদিন একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। 'Building Living Bridges: Exploring India-UK Connection post G20’ শীর্ষক আলোচনায় অংশ নেন বিশেষজ্ঞরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/62ab2d370b647b2d18e5c8f5971e8987ebf0e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। 'Building Living Bridges: Exploring India-UK Connection post G20’ শীর্ষক আলোচনায় অংশ নেন বিশেষজ্ঞরা।
5/10
![এই আলোচনায় উঠে এসেছে দুই দেশের মধ্যে সম্পর্কের বহুমুখী দিক। পাশাপাশি কোন কোন সুযোগ এবং চ্যালেঞ্জ রয়েছে তাও উঠে আসে এদিনের আলোচনায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/2b9dd44eb1f8c68340e646f3c384a0c0f7727.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এই আলোচনায় উঠে এসেছে দুই দেশের মধ্যে সম্পর্কের বহুমুখী দিক। পাশাপাশি কোন কোন সুযোগ এবং চ্যালেঞ্জ রয়েছে তাও উঠে আসে এদিনের আলোচনায়।
6/10
![HSBC- র Wealth and Customer Deposits-এর প্রধান শৈবাল ঘোষ জানিয়েছেন গত বছর ভারত এবং ব্রিটেনের ব্যবসা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/a9d4e795eab4f1862180fb6518c83a2b308d2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
HSBC- র Wealth and Customer Deposits-এর প্রধান শৈবাল ঘোষ জানিয়েছেন গত বছর ভারত এবং ব্রিটেনের ব্যবসা ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
7/10
![এর পাশাপাশি আন্দামানে প্লাস্টিক দূষণের বিষয়টিও উঠে এসেছে এদিন। ব্রিটেনের মতো ভারতেও জলবায়ু পরিবর্তনও প্রতিদিনের আলোচনায় উঠে আসা উচিত বলে মনে করেন অশ্বিকা কপূর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/dfdc2cebdcd85a6053a374d140b71b3438d3e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এর পাশাপাশি আন্দামানে প্লাস্টিক দূষণের বিষয়টিও উঠে এসেছে এদিন। ব্রিটেনের মতো ভারতেও জলবায়ু পরিবর্তনও প্রতিদিনের আলোচনায় উঠে আসা উচিত বলে মনে করেন অশ্বিকা কপূর।
8/10
![পশ্চিমবঙ্গ এবং ব্রিটেনের মধ্যে সম্পর্ক মজবুত করতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও আলোচনা করা হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/5d977415f52ee95a35e02c1b7dd4eecfa0c8e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
পশ্চিমবঙ্গ এবং ব্রিটেনের মধ্যে সম্পর্ক মজবুত করতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও আলোচনা করা হয়েছে।
9/10
![মাইকেল বন্দ্যোপাধ্যায় সহ সহযোগী শিল্পীদের স্যাক্সোফোন মন কেড়েছে সঙ্গীতপ্রেমীদের। অনুষ্ঠান শেষ হয় নৈশভোজের মাধ্যমে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/2084c422d2e9f889c82eb3cd2bb3f46f28686.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মাইকেল বন্দ্যোপাধ্যায় সহ সহযোগী শিল্পীদের স্যাক্সোফোন মন কেড়েছে সঙ্গীতপ্রেমীদের। অনুষ্ঠান শেষ হয় নৈশভোজের মাধ্যমে।
10/10
![এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/29/4cd09efc0dc7c12b1c156857e19f0317e33b3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ বিশিষ্টরা।
Published at : 29 Dec 2023 11:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)