এক্সপ্লোর
Kaushiki Amavasya 2022: পুজো, আরতি থেকে মায়ের ভোগ, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল
আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো, সন্ধ্যারতি।
ফাইল ছবি
1/10

আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে তারা মায়ের বিশেষ পূজা। দিনভর ভক্তদের ঢল। পুজো ..আরতি... মায়ের ভোগ। মনস্কামনা পূরণে মায়ের পায়ে পুজো দিলেন অসংখ্য ভক্ত।
2/10

কৌশিকী অমাবস্যায় জমজমাট তারাপীঠ। বিশেষ এই দিনে তারা মায়ের পুজো দিতে দূর-দূরান্ত থেকে ভিড় করেন অগণিত ভক্ত। মহাশ্মশানে সামিল হন সাধু-সন্ত, তন্ত্রসাধকরা।
3/10

কথিত আছে, এই তিথিতেই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমূল গাছের নীচে বসে সাধনা করেন বামদেব।
4/10

ভক্তকে নিরাশ করেননি মা তারা। দেখা দেন বামদেবকে। সেই থেকে এই দিনে পালিত হয় কৌশিকী অমাবস্যা।
5/10

অনেকে আবার এই তিথিকে বলেন কৌশী অমাবস্যা। যে কোনও শুভ কাজে ব্যবহৃত হয় কুশ। এই দিনে সেই কুশ কাটা হয়। তাই একে কৌশী অমাবস্যাও বলে।
6/10

বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে। সেইমতো এদিন ভোর সাড়ে চারটেয় হয় মঙ্গলারতি। রীতি অনুযায়ী দেওয়া হয় ৫ রকমের ফুল, ফল, মিষ্টি দিয়ে ভোগ। এরপর শুরু হয় পুজো।
7/10

রীতি মেনে দুপুরের ভোগে মাকে দেওয়া হয় শোল মাছ পোড়া। মধ্যাহ্ন ভোগ।
8/10

কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। তন্ত্র ও শাস্ত্র মতে, ভাদ্র মাসের এই তিথিতে কঠিন সাধনায় সিদ্ধিলাভ করা সম্ভব।
9/10

কৌশিকী শব্দের আভিধানিক অর্থ, আদ্যাশক্তির রূপ বিশেষ। পুরাণ মতে, কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন আদ্যাশক্তি।
10/10

৫১ সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা। কৌশিকী অমাবস্যা উপলক্ষে এদিন এখানেও বিশেষ পুজোর আয়োজন করা হয়।
Published at : 26 Aug 2022 07:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























