এক্সপ্লোর
Tarapith Kali Puja : কালীপুজোর পুণ্যতিথিতে শক্তিপীঠ তারাপীঠ নিয়ে এই ১০টি তথ্য
Tarapith Kali Puja : কালীজোর পুণ্যতিথিতে শক্তিপীঠ তারাপীঠ নিয়ে এই ১০টি তথ্য
1/10

দীপান্বিতা অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয় তারাপীঠে। ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। দেবী তখন রাজরাজেশ্বরী। ।
2/10

সকালে মঙ্গলারতির পর মাকে ভোগ নিবেদন করা হয়। ভোগের শেষে ভৈরবকে স্নান করানো হয় ৮০ কেজি দুধ দিয়ে।
3/10

তারাপীঠে তারা মায়ের আরাধনা হয় তন্ত্রমতে। কথিত আছে, একবার দেবীর মাতৃরূপ দর্শন চান বশিষ্ঠ মুনি৷ দেবীও নিরাশ করেননি৷ মাতৃরূপে দর্শন দেন দেবী।
4/10

এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত।
5/10

পুরাণ মতে, কৌশিকী রূপে শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন আদ্যাশক্তি। কথিত আছে, কৌশিকী তিথিতেই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ মহাশ্মশানের শ্বেত শিমূল গাছের নিচে বসে সাধনা করেন সাধক বামদেব। ভক্তকে নিরাশ করেননি মা তারা। দেখা দেন বামদেবকে
6/10

কালীপুজোর দিন ভোরে স্নানের পর দেবীর শিলাব্রহ্মময়ী মূর্তিকে রাজবেশে সাজিয়ে তোলা হয়। তারপর মঙ্গলারতি ও নিত্যপুজো৷ দুপুরে পঞ্চব্যঞ্জন সহযোগে ভোগ নিবেদন৷ ভোগে রয়েছে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, ৫ রকম ভাজা, পাঁচ মেশালি তরকারি, মাছ, চাটনি, পায়েস এবং মিষ্টি।
7/10

তারাপীঠ নিয়ে নানা কথাই প্রচলিত। যেমন বলা হয়, সমুদ্রমন্থনে ওঠা বিষপান করে নীলকণ্ঠ হন মহাদেব৷ তাঁকে বাঁচাতে সন্তান রূপে স্তন পান করান দেবী৷ সেই রূপেই তারাপীঠের অধিষ্ঠাত্রী দেবী পূজিতা হন। পাশাপাশি, এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত।
8/10

সাড়ম্বরে রীতি মেনে পুজো৷ করোনা আবহেও ভক্তদের ভিড় মন্দির চত্বরে।
9/10

সন্ধেয় সন্ধ্যারতি। রাতে বিশেষ নিশিপুজোর আয়োজন করা হয়েছে।
10/10

লে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত
Published at : 04 Nov 2021 02:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















