এক্সপ্লোর
Bowbazar: কারও চোখে জল, কারও মুখে উৎকণ্ঠার ছাপ! বাস্তু হারানোর বেদনার ছবি ফিরল বউবাজারের

আড়াই বছর পর ফের বাস্তু হারানোর বেদনার ছবি ফিরল বউবাজারের দুর্গাপিটুরি লেনে
1/8

কারও চোখে জল, কারও মুখে উৎকণ্ঠার ছাপ। আড়াই বছর পর ফের বাস্তু হারানোর বেদনার ছবি ফিরল বউবাজারের দুর্গাপিটুরি লেনে। বাক্স-প্যাঁটরা হাতে প্রাণভয়ে বাড়ি ছাড়লেন বাসিন্দারা।
2/8

পরপর বাড়ির দেওয়ালে চিড়। রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে, রাস্তায় দাঁড়াতে হয়েছে বউবাজারের দুর্গা পিটুরি লেনের বহু বাসিন্দাকে।
3/8

কবে আবার বাড়িতে ফিরতে পারবেন, সেই উত্তর নেই কারও কাছে। নিরাপদ আশ্রয় হারিয়ে এখন সঙ্গী শুধুই অসহায়তা আর অনিশ্চয়তা।
4/8

বউবাজারের দুর্গা পিটুরি লেনে বিপত্তির আঁচ পড়েছে স্বর্ণশিল্পেও! ২০১৯-এর পর আরও একবার! মেট্রোর কাজ চলাকালীন বিভিন্ন বাড়িতে ফাটল দেখা যেতেই দুর্গা পিটুরি লেনের ছোট সোনার দোকান ও কারখানাগুলিতে তালা ঝুলেছে। লকডাউনের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের ক্ষত! কীভাবে চলবে জীবিকা? দুশ্চিন্তায় স্বর্ণশিল্পীরা।
5/8

বাবা, ঠাকুর্দা, তার ঠাকুর্দার আমলের সব বাড়ির সঙ্গে এই এলাকার মানুষগুলোর নাড়ির যোগ। কখনও এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার কথা ভাবেনইনি! ফলে অনেকেরই বিকল্প কোনও ঠিকানা নেই।
6/8

বাড়িতে চিড় ধরলেও, সাধের চার দেওয়ালের মায়া আঁকড়ে ছিল তাঁর গোটা পরিবার। কিন্তু, বৃহস্পতিবার সকালে তাঁদের বাড়ি খালি করে দিতে বলা হয়। গোটা পরিবারকে গাড়িতে চাপিয়ে পাঠিয়ে দেওয়া হয় হোটেলে।
7/8

আড়াই বছর পর, বউবাজারে আবার ফিরল বিপর্যয়। মেট্রোর কাজের জেরে, চিড় ধরল একের এক বাড়ির দেওয়াল এবং মেঝেতে। ঠিক যেমনটা হয়েছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে।
8/8

বউবাজারে ফিরল ফাটল-বিপর্যয়। ফের রাতের অন্ধকারে বাড়িছাড়া হলেন বহু মানুষ। চোখের জলে মিশল অসহায়তা আর আতঙ্ক। এই ছবিগুলোই ফিরিয়ে আনল। ২০১৯ সালের সেপ্টেম্বরের স্মৃতি।
Published at : 12 May 2022 11:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
