এক্সপ্লোর
Durga Puja Carnival : নাচে, গানে উঠল সুর 'আবার এসো মা', রঙিন দুর্গাপুজোর কার্নিভাল
Durga Puja Carnival : একের পর এক প্রতিমা। নাচ-গানে জমজমাট আসর। মঞ্চে খোদ মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। বিভিন্ন দেশ থেকে আসা বিদেশি অতিথিরা। জমজমাট দুর্গাপুজোর কার্নিভাল।

Durga Puja Carnival
1/10

প্রতিমা বিসর্জনের আগে রেড রোডে কার্নিভাল। অংশ নিল কলকাতার বাছাই করা ৯৬টি পুজো।
2/10

নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অংশ নিলেন হাজির থাকা একাধিক শিল্পীরাও।
3/10

পুজো শেষে ফের ঠাকুর দেখার এক নতুন অভিজ্ঞতা। জমজমাট দুর্গাপুজোর ক্রানিভাল রেড রোডে।
4/10

ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়া দুর্গাপুজোর কার্নিভাল দেখতে ভিড় জমিয়েছিলেন বহু বিদেশি অতিথি।
5/10

শুক্রবার রেড রোডের শোভাযাত্রায় অংশ নিল ৯৬টি পুজো কমিটি। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জনের পথে এগিয়ে যায় তারা।
6/10

বিকেল চারটে নাগাদ শুরু হয় শোভাযাত্রা। সময়ের আগেই পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
7/10

পায়ে চোটের কারণে এবার ভার্চুয়ালি পুজো উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিনের কার্নিভালে তাঁকে দেখা গেল নাচের তালে পা মেলাতে।
8/10

টালা প্রত্যয় থেকে দমদম পার্ক ভারতচক্র, পুজোর মতো কার্নিভালেও একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা।
9/10

সুরুচি সঙ্ঘের শোভাযাত্রায় মুখ্যমন্ত্রীর গানে পা মেলালেন বিদেশি শিল্পীরা।
10/10

অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত মঞ্চে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। কার্নিভালে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী, সাংসদ ও চলচ্চিত্র শিল্পীরা।
Published at : 28 Oct 2023 06:16 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
