এক্সপ্লোর
Durga Puja 2023: শিশুকন্যা বেছেছিল হরগৌরির ছবি! তাই এই রূপেই আড়াই শতক ধরে পুজো
Purba Bardhaman: লক্ষ্ণী, সরস্বতী, গণেশ, কার্তিক-সকলেই রয়েছেন। গণেশ, কার্তিকের বাহন থাকলেও এখানে লক্ষ্মী, সরস্বতীর বাহন নেই।
নিজস্ব চিত্র
1/10

সারা বাংলা মেতে উঠেছে পুজোর আনন্দে। দশভুজার যে প্রতিমার সঙ্গে বাঙালি পরিচিত। এই পুজোয় সেই প্রতিমা দেখা যায় না। এখানে দেবীর রূপ একটু ভিন্ন। রয়েছে মহাদেবের উপস্থিতিও। পূর্ব বর্ধমানের বড়শুলের 'দে বাড়ি'তে হরগৌরি রূপেই পূজিতা হন দেবী।
2/10

এখানে দেবী দুর্গা মহাদেবের বাম উরুতে অধিষ্ঠাত্রী। দেবী এখানে দশভুজা নন, দ্বিভুজা। লক্ষ্ণী, সরস্বতী, গণেশ, কার্তিক-সকলেই রয়েছেন। গণেশ, কার্তিকের বাহন থাকলেও এখানে লক্ষ্মী, সরস্বতীর বাহন নেই।
Published at : 19 Oct 2023 06:00 AM (IST)
আরও দেখুন






















