হোমফটো গ্যালারিজেলারCucumber News: তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ? সুস্থ থাকতে অবশ্যই শসা খান রোজ
Cucumber News: তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ? সুস্থ থাকতে অবশ্যই শসা খান রোজ
তাপপ্রবাহে ওষ্ঠাগত প্রাণ? সুস্থ থাকতে অবশ্যই শসা খান রোজ
By : ABP Ananda | Updated at : 10 May 2023 03:36 PM (IST)
শসার উপকারিতা
1/10
শরীরে জলের চাহিদা মেটাতে শশা খুবই উপকারী। একটি শশায় প্রায় ৯৫ শতাংশ জল থাকে। এটি তীব্র গরমে শারীরিক দুর্বলতা কাটিয়ে দ্রুত সতেজ করে তোলে।
2/10
প্রতিদিন শরীরে যে সমস্ত ভিটামিনের প্রয়োজন, তার বেশির ভাগই শশায় আছে। ভিটামিন এ, বি ও সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
3/10
শসা ডায়াবেটিস বা সুগারের সমস্যা প্রতিরোধ করে। এতে থাকা বিশেষ উপাদান রক্তের কোলেস্টরলের মাত্রা কমাতে কার্যকরী ভূমিকা পালন করে।
4/10
শসার জলীয় অংশ দেহের বর্জ্য ও দূষিত পদার্থ বের করতে দারুণ কাজ করে। নিয়মিত শশা খেলে কিডনিতে সৃষ্ট পাথর গলে যেতে সহায়তা হয়। ইউরিনারি, ব্লাডার, লিভার ও প্যানক্রিয়াসের সমস্যার সমাধানে বেশ সাহায্য করে শসা।
5/10
১০০ গ্রাম শশার রস খালি পেটে রোজ সকালে খালি পেটে খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসে।
6/10
শসায় আছে প্রচুর ভিটামিন সি, ম্যাগনিসিয়াম, সিলিকা, পটাসিয়াম ও আঁশপদার্থ। এগুলি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।
7/10
শসার উপাদান উচ্চ এবং নিম্ন রক্তচাপ দু’ই নিয়ন্ত্রণ করে। হার্ট ও ফুসফুসের সমস্যায় উপকার করে।
8/10
এতে উচ্চমাত্রায় জল থাকে। ক্যালরির পরিমাণও খুবই কম থাকে। ফলে দেহের ওজন কমাতে আদর্শ খাবার এটি।
9/10
শসা ভাল করে চিবিয়ে খেলে ভাল হজম হয়। এরেপসিন নামক অ্যানজাইমের জন্য দীর্ঘমেয়াদি কোষ্ঠকাঠিন্য দূর হয়। আলসার, গ্যাস্ট্রাইটিস, অ্যাসিডিটির ক্ষেত্রেও উপকারী।
10/10
শসায় প্রচুর পরিমাণে সিলিকা থাকে এতে। গাজরের রসের সঙ্গে শসার রস মিশিয়ে খেলে দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা কমে। গেঁটেবাতের ব্যথাও কমে। আর্থ্রাইটিসের ব্যথাও উপশম করে এই ফল।