হোমফটো গ্যালারিজেলারPapaya: ডায়াবেটিসে কি পাকা পেঁপে খাওয়া যায়? আর কী উপকার এই ফলে?
Papaya: ডায়াবেটিসে কি পাকা পেঁপে খাওয়া যায়? আর কী উপকার এই ফলে?
ডায়াবেটিসে কি পাকা পেঁপে খাওয়া যায়? আর কী উপকার এই ফলে?
By : ABP Ananda | Updated at : 23 Aug 2023 12:00 PM (IST)
পেঁপের উপকারিতা
1/10
পেঁপেতে প্রচুর পটাশিয়াম থাকে। এতে সোডিয়াম তুলনায় অনেক কম তাই ব্লাড প্রেসারের রোগীরা নির্দিধায় খেতে পারেন পেঁপে।
2/10
পেঁপে হার্টের দেখভাল করে। পাশাপাশি ডায়াবেটিসেও উপকারী এই ফল।
3/10
পেঁপেতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। যেমন ক্যারোটিন, ভিটামিন-বি, ফ্ল্যাভনয়েভ। পটাশিয়াম ছাড়াও ম্যাগনেশিয়াম থাকে এতে।
4/10
ফাইবার, পাপাইন, ভিটামিন-ই থাকে পেঁপেতে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট দেহে কোলেস্টেরলের মাত্রা কমায়। পেঁপেতে থাকা প্যারাঅক্সনেজ উৎসেচক এবং ভিটামিন সি ও ই-এর সমন্বয়ে ভাল ফল দেয়। ফলে রক্তনালিতে খারাপ কোলেস্টেরলের আস্তরণ হতে পারে না।
5/10
হজমের সমস্যায় পেঁপে খুবই কার্যকারী। পেঁপের মধ্যে আছে পেপিন এনজাইম। যা প্যানক্রিয়াসের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে।
6/10
শুধু পেঁপে নয়, তার বীজেরও অনেক গুণাগুণ রয়েছে। এর মধ্যে আছে অ্যান্টি হেলমিনথিক ও অ্যান্টি অ্যামিওবেয়িক ক্ষমতা যা বিভিন্ন ইনফেকশন রোধ করতে পারে।
7/10
প্রেগন্যান্সির সময়ে পেঁপে শরীরের জন্যে খুবই উপকারী। প্রেগন্যান্সির সময়ে হজম, কোষ্ঠকাঠিন্যের মতো একাধিক সমস্যা হতে পারে। এই ধরনের সমস্যায় পেঁপে খুবই ভাল।
8/10
পেঁপেতে আছে ফ্ল্যাভোনয়েড। এতে থাকে অ্যান্টি–ইনফ্লেমেটরি প্রপার্টিজ। এটি শরীরে সাইক্লও-অক্সিজেনাস এনজাইমের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে ঋতুকালীন ব্যথা কমে।
9/10
পেঁপেতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বক এবং চুল ভাল রাখতে সাহায্য করে।
10/10
এছাড়া পেঁপে পাতার রসও উপকারী। লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে পেঁপে পাতার রস। পাশাপাশি রক্তে শর্করার মাত্রাও কমায়। ক্যান্সারের ঝুঁকি কমাতেও পেঁপে পাতার জুড়ি মেলা ভার।