এক্সপ্লোর
Durga Puja Carnival: কাঁসর বাজালেন মমতা, নাচে-গানে জমাজমাট রেড রোড, পুজো কার্নিভাল ঘিরে উৎসবের আমেজ শহরে
Kolkata News: করোনার জেরে মাঝে বিরতি। দু'বছর পর শহরে ফের পুজো কার্নিভাল।
কার্নিভালে মমতা বন্দ্য়োপাধ্যায়।
1/15

পুজো শেষ। উৎসবের রেশ জিইয়ে রেখে আজ রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে। বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এটাই প্রথম পুজো কার্নিভাল।
2/15

তাই আয়োজনও আগের বছরগুলোর থেকে কিছুটা আলাদা। এবছর ৯৫টি পুজো কার্নিভালে অংশ নেবে। এক-একটি পুজো কমিটির জন্য বরাদ্দ ৩ মিনিট সময়। প্রতিটি পুজো কমিটির তরফে সর্বাধিক ৫০ জন কার্নিভালে যোগ দিতে পারবেন। প্রত্যেক পুজো কমিটি সর্বাধিক ৩টি ট্যাবলো নিয়ে কার্নিভালে যোগ দিতে পারবে।
Published at : 08 Oct 2022 05:58 PM (IST)
আরও দেখুন






















