এক্সপ্লোর
Abhishek Banerjee:সরকারের আগেই এবার বার্ধক্য ভাতা দেওয়া শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Diamond Harbour:'২০২৪-এ তৃণমূল ঐক্যবদ্ধভাবেই লড়বে। ডায়মন্ড হারবার আমার কাছে অগ্রাধিকার পাবে। তবে দল যে দায়িত্ব দেবে, তাই পালন করব', পৈলানের সভা থেকে বার্তা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের ।
সরকারের আগেই এবার বার্ধক্য ভাতা দেওয়া শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
1/8

'২০২৪-এ তৃণমূল ঐক্যবদ্ধভাবেই লড়বে। ডায়মন্ড হারবার আমার কাছে অগ্রাধিকার পাবে। তবে দল যে দায়িত্ব দেবে, তাই পালন করব', দলে প্রবীণ-নবীন দ্বন্দ্বের জল্পনা উড়িয়ে পৈলানের সভা থেকে বার্তা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের ।
2/8

বেশ কিছুদিন ধরে তৃণমূলে নবীন-প্রবীণ কোন্দলের জল্পনা ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। এর মধ্যে শোনা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে তিনি নিজের লোকসভা ডায়মন্ড হারবারেই কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখতে চান। যদিও এদিন পৈলানের সভা থেকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তাই দেন অভিষেক।
Published at : 07 Jan 2024 07:37 PM (IST)
আরও দেখুন




















