এক্সপ্লোর
Covid 19: উপসর্গ নেই ? জানুন কীভাবে বুঝবেন আপনি কোভিড পজিটিভ ?
Asymptomatic covid 19 : উপসর্গ না দেখা দিলে জানুন কীভাবে বুঝবেন আপনি কোভিড পজিটিভ ?

উপসর্গ নেই ? জানুন কীভাবে বুঝবেন আপনি কোভিড পজিটিভ ?
1/10

কোভিড (Covid 19) হলে কিছু উপসর্গ প্রকাশ পায়, সেগুলি থেকে আপনি বুঝে কোভিড টেস্ট করাতে পারেন। গত দীর্ঘ তিনটি কোভিড ঢেউয়ে বাংলা তথা দেশের বাসিন্দারা মোটামুটি জানেন যে, কী কী উপসর্গ হলে কোভিড হয়।
2/10

তবে সবাই যে তা বলে জানেন বা ওয়াকিবহাল তা নয়। কিন্তু উপসর্গ বিহীন হলে কী করে বুঝবেন, যে আপনার কোভিড হয়েছে, কিংবা আপনার কোভিড টেস্ট করা দরকার।
3/10

কোভিড হলে প্রথমত শরীরের তাপমাত্রা পরিবর্তন হবে। আপনার শ্বাসপ্রশ্বাসে বদল আসবে। গলা ব্যাথা করবে। শারীরিক ব্যথা আসবে। এর পাশাপাশি আপনার মাথা ব্যাথা করবে। চোখের তলায় ব্যাথা করবে। পেটের সমস্যাও আসতে পারে। হজম হবে না পুরো।
4/10

এই উপসর্গগুলি আসলে, আপনি কোভিড টেস্ট করিয়ে নিন। সেক্ষেত্রে আরটি-পিসিআর করাটা জরুরী। তবে প্রশ্নটা থেকেই যায়, উপসর্গ বিহীন কোভিড হয়েছে বুঝবেন কী করে ?
5/10

কোভিডের উপসর্গ প্রকাশ না পেলেও আপনার শরীরে অক্সিজেনের মাত্রা বদলাবেই। সেক্ষেত্রে অক্সিমিটারে তা প্রকাশ পাবে।
6/10

সেক্ষেত্রে ঘরে এতটি অক্সিমিটার কাছে রাখুন। মাত্রা নেমে গেলে চিকিৎসকের পরামর্শ নিয়ে কোভিড টেস্ট করান। এবং পজিটিভ হলে, কী করবেন, চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নিন।
7/10

মূলত কোভিড উপসর্গ দেখা দিলে সবার আগে নির্ভয়ে কোভিড টেস্ট করানো উচিত। আরটি-পিসিআর সেক্ষেত্রে উপযুক্ত কোভিড টেস্টের পরীক্ষা।
8/10

কোভিডের প্রথম ঢেউয়ের সময় একাধিক কেসে প্রথমে কোভিড নেঘেটিভ এলেও, পরে কোভিড পজিটিভ ধরা পড়ে। তবে এই সম্ভাবনা আরটি-পিসিআর-র ক্ষেত্রে খুবই কম। তাই এই পরীক্ষার ক্ষেত্রে যদি পজিটিভ রিপোর্ট আসে, সবার আগে চিকিৎসকের পরামর্শ নিন।
9/10

আপনাকে হোম আইসোলেশনে রাখা হবে, নাকি সেফ হোম নাকি হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন এটা, চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন।
10/10

তবে এই সব কটি ক্ষেত্রেই কোভিডভাইরাসের রেটটা জানা খুব জরুরী। কারণ আপনার শরীরে ঠিক কতটা পরিমাণে কোভিড বাসা বেঁধেছে, সেটা বুঝেই চিকিৎসক সিদ্ধান্ত নেবেন।
Published at : 03 Aug 2022 01:47 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
