এক্সপ্লোর
Train Accident: লম্বা হচ্ছে তালিকা, একের পর এক ট্রেন দুর্ঘটনায় প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা
Train Accident Chronology: গত এক বছরে একের পর এক ট্রেন দুর্ঘটনা। ভয়ঙ্কর একের পর এক এই ঘটনায় মৃত্যুর কোলে ধরে পড়েছে বহু মানুষ।
ফাইল ছবি
1/10

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যে রাঙাপানিতে ফের দুর্ঘটনা। ফাঁসিদেওয়ার রাঙাপানিতে ফের লাইনচ্যুত হয়ে গেল ট্রেন। সকাল সাড়ে ১১টা নাগাদ রাঙাপানি স্টেশনের কাছে মালগাড়ির ২টি কনটেনার লাইনচ্যুত হয়ে যায়।
2/10

রেল সূত্রে খবর, নুমালিগড় তৈল শোধনাগারে ঢুকছিল মালগাড়িটি। সেই সময়ই মাঝের ২টি কন্টেনার লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় রাঙাপানি পাঁচ নম্বর গেট। দেখা দেয় যানজট।
3/10

মালগাড়ির পিছনের অংশ মেই লাইনের ওপর থাকায় ওই লাইনে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।
4/10

ঘণ্টাখানেকের চেষ্টায় ট্রেনের পিছন দিকের কন্টেনারগুলি খুলে লাইন পরিষ্কার করে দেওয়া হয়। ওই লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
5/10

গত ১৭ জুন এই রাঙাপানিতেই মালগাড়ির সঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ সংঘর্ষ হয়। মৃত্যু হয় ১০ জনের। মৃতদের মধ্যে মালগাড়ির চালকও ছিলেন। শুধু তাই নয়, গত একবছরে একাধিক ট্রেন দুর্ঘটনায় চলে গিয়ে শয়ে শয়ে প্রাণ।
6/10

গতকাল ৩০ জুলাই হাওড়া-মুম্বই মেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।
7/10

চলতি মাসের ১৮ তারিখ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। তাতে মৃত্যু ৩ জনের।
8/10

এই ঘটনার ঠিক এক মাসে আগে গত ১৭ জুন দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রেল ঘটনায় মৃত্যু ১০ জনের।
9/10

একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে ২০২৩ সালেও। বিশাখাপত্তনমে দুই প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষ হয়। তাতে চলে যায় ১৩টি প্রাণ। আহত হন ৫০ জন।
10/10

গত বছর ২ জুন ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছিল দেশবাসী। বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ২৯৬ জনের মৃত্যু হয়।
Published at : 31 Jul 2024 06:30 PM (IST)
View More
Advertisement
Advertisement






















