এক্সপ্লোর
Lok Sabha Elections 2024: বছর ঘুরলেই লোকসভা ভোট, প্রস্তুতি শুরু জাতীয় নির্বাচন কমিশনের
Election Commission Of India: সবে পঞ্চায়েত নির্বাচন মিটেছে রাজ্যে। তার পরই শুরু হয়ে গিয়েছে পরবর্তী লোকসভা নির্বাচনের প্রস্তুতি।
ছবি সৌজন্যে-পিটিআই
1/10

লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ১৯ আগস্ট রাজ্য়ে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের ৩ ডেপুটি নির্বাচন কমিশনার। খবর নির্বাচন কমিশন সূত্রে।
2/10

গতকাল জেলাশাসকদের নিয়ে বৈঠক করলেন রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক।
3/10

বছর ঘুরলেই বাজবে লোকসভা ভোটের দামামা। রাজ্য়ে পঞ্চায়েত ভোট শেষ হতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
4/10

আগামী ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে ফাস্ট লেভেল ইভিএম ও ভিভিপ্য়াট চেকিং প্রশিক্ষণ শিবির। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
5/10

ইভিএমের সঙ্গে ভিভিপ্য়াট ঠিক মতো কাজ করছে কিনা দেখতে করা হয় এই চেকিং। সূত্রের খবর, মোট ৫ শতাংশ ইভিএম ও ভিভিপ্য়াট চেক করা হয়।১ শতাংশ ইভিএমকে ১২০০ ভোট দিয়ে চেক করা হয়।২ শতাংশ মেশিনে দেওয়া হয় ১ হাজার ভোট। বাকি ১ শতাংশ মেশিনে দেওয়া হয় ৫০০ ভোট।
6/10

এই পদ্ধতি সম্পর্কে অবগত করতে শনিবার সব জেলার জেলাশাসকদের প্রশিক্ষণ দিলেন দিল্লিতে থেকে আসা নির্বাচন কমিশনের ইভিএম বিশেষজ্ঞ বিসি পাত্র। উপস্থিত ছিলেন রাজ্য়ের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
7/10

পাশাপাশি, এদিন জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, বৈঠকে ভোটার তালিকা সংশোধনের উপর জোর দেন আরিজ আফতাব।
8/10

কমিশন সূত্রে খবর, আরও সরল হতে চলেছে ভোটার তালিকায় নাম তোলার পদ্ধতি।এদিনের বৈঠকে বুথ নিয়েও আলোচনা হয়।
9/10

সূত্রের খবর, সংশোধনের পর আগামী বছরের ৫ জানুয়ারি যে ভোটার তালিকা প্রকাশ করা হবে ভোটার তালিকার উপরই নির্ভর করবে রাজ্য়ে বুথের সংখ্যা। এই মুহূর্তে রাজ্য়ে ৭৯ হাজার বুথ রয়েছে।কমিশনের নিয়ম অনুয়ায়ী ১৫০০-র বেশি ভোটার হলে বুথ ভেঙে অক্সিলিয়ারি বুথ তৈরি করা হয়
10/10

নির্বাচন কমিশন সূত্রে খবর, স্বচ্ছতা বজায় রাখতে পরবর্তী পর্যায়ে ইভিএম ও ভিভিপ্য়াট চেকিং প্রশিক্ষণ শিবিরে রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও ডাকা হবে।
Published at : 23 Jul 2023 11:17 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























