এক্সপ্লোর
Mamata Banerjee: নিয়োগ থেকে আয়কর- কেন্দ্রকে তোপ মমতার, তুললেন শেয়ারবাজার প্রসঙ্গও
Mamata on BJP: বর্ধমানে সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে নানা ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার
নিজস্ব চিত্র
1/10

গতকাল ছিল বীরভূম, আজ বর্ধমান। মমতা প্রশাসনিক সভায় উপচে পড়ল ভিড়। এদিন সভা থেকে নানা বিষয় নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' মনে রাখবেন চাকরির জন্য বাইরে কাউকে ভিক্ষে করতে হবে না। কেন্দ্রীয় সরকার একটা বাজেট করেছেন গতকাল আমি দেখেছি। বেকারদের জন্য একটি কথাও বলা হয়নি। বেকারদের জন্য একটি কথাও বলা হয়নি। একটি কথাও খরচ করা হয়নি। ইলেকশন আসলে বলে ২কোটি লোককে চাকরি দেব। আর ইলেকশন চলে গেলে ৪ কোটি লোকের চাকরি খেয়ে নেয়। কারণ সব ইন্ডাস্ট্রি বন্ধ। কালকে তো প্রায় সরকার পড়ে যাচ্ছিল। কেন পড়ে যাচ্ছিল? শেয়ারবাজারে ধস নেমেছিল। এবার কাউকে কাউকে রিকোয়েস্ট করে...আমরা জানি তারা কারা। নামগুলো বলে আর আমি তাদের দুর্বিষহ করতে চাই না।'
2/10

১০০ দিনের প্রকল্পে রাজ্যের তরফে বারবার বঞ্চনার অভিযোগ তোলা হয়েছে। এদিন মমতা বলেন, 'একটা সরকারের যদি প্ল্য়ানিং না থাকে, বলুন তো কেন এই সরকার ১০০ দিনের কাজের টাকা কেটে নিয়েছে? যারা কাজ করেছে, তাদের টাকাও দেয়নি। আর এই বাজেটে, ৬০ হাজার কোটি টাকা কেটে নিয়েছে। যাতে আগামী দিনে ১০০দিনের কাজ মানুষ করতে না পারে। ক্ষমতা দেখাচ্ছো? ইলেকশনের আগে বড়বড় কথা?
Published at : 02 Feb 2023 08:22 PM (IST)
আরও দেখুন






















