এক্সপ্লোর
North Bengal Weather : ভাঙছে পাড়, ঢুকছে ঘরে, উত্তরবঙ্গে ভয়াল চেহারা নদীর, বিপর্যয় সামলাতে নামল সেনা
বারবার ধস নেমে ছিন্ন হচ্ছে একাধিক রাস্তা। রাস্তা ভেঙে একাধিকবার বন্ধ হয়েছে কালিম্পং - দার্জিলিং সংযোগকারী রাস্তা। সিকিমের পথও বেশ ক্ষতিগ্রস্ত।
![বারবার ধস নেমে ছিন্ন হচ্ছে একাধিক রাস্তা। রাস্তা ভেঙে একাধিকবার বন্ধ হয়েছে কালিম্পং - দার্জিলিং সংযোগকারী রাস্তা। সিকিমের পথও বেশ ক্ষতিগ্রস্ত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/64d1d59b5b39fcf877f6932866cc2d2e171990217661153_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভাসছে উত্তরবঙ্গ, মালবাজারে নামল সেনা. ছবি নিজস্ব
1/10
![উত্তরবঙ্গে অব্যাহত দুর্যোগ। সপ্তাহাধিক কাল ধরে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টি হয়েছে। সিকিমের দুর্যোগের প্রভাব পড়েছে উত্তরবঙ্গের আবহাওয়াতেও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/e639e3cf54e443086c5fe68d6e9dd06b0ed09.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উত্তরবঙ্গে অব্যাহত দুর্যোগ। সপ্তাহাধিক কাল ধরে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টি হয়েছে। সিকিমের দুর্যোগের প্রভাব পড়েছে উত্তরবঙ্গের আবহাওয়াতেও।
2/10
![বারবার ধস নেমে ছিন্ন হচ্ছে একাধিক রাস্তা। রাস্তা ভেঙে একাধিকবার বন্ধ হয়েছে কালিম্পং - দার্জিলিং সংযোগকারী রাস্তা। সিকিমের পথও বেশ ক্ষতিগ্রস্ত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/e3c19a74084c4ed6e911d59829590765e83b1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বারবার ধস নেমে ছিন্ন হচ্ছে একাধিক রাস্তা। রাস্তা ভেঙে একাধিকবার বন্ধ হয়েছে কালিম্পং - দার্জিলিং সংযোগকারী রাস্তা। সিকিমের পথও বেশ ক্ষতিগ্রস্ত।
3/10
![সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি চলছে। জলপাইগুড়ির দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/7d2b8b32251a6159c43732857e49fafdf0e97.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি চলছে। জলপাইগুড়ির দোমোহনি থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তা নদীতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
4/10
![ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে জল বেড়েছে চেল, লিস, ঘিস, ডায়না, জলঢাকা-সহ বিভিন্ন নদীতে। রাত থেকে বৃষ্টি হচ্ছে ধূপগুড়ি-শহরসহ গোটা ডুয়ার্স জুড়ে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/dda07525c706612572070cf15581af669cc37.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে জল বেড়েছে চেল, লিস, ঘিস, ডায়না, জলঢাকা-সহ বিভিন্ন নদীতে। রাত থেকে বৃষ্টি হচ্ছে ধূপগুড়ি-শহরসহ গোটা ডুয়ার্স জুড়ে।
5/10
![মালবাজারের লিস নদীর জল ঢুকে পড়েছে গ্রামে। ওয়াসাবাড়ি ও চান্দাবাড়ি গ্রামেও ঢুকছে জল। জলের তলায় চলে গিয়েছে গাড়ি। মালবাজারে উদ্ধারকাজে নামল সেনা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/035ab2ba7088163ac8fd75ecbdb445851217d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মালবাজারের লিস নদীর জল ঢুকে পড়েছে গ্রামে। ওয়াসাবাড়ি ও চান্দাবাড়ি গ্রামেও ঢুকছে জল। জলের তলায় চলে গিয়েছে গাড়ি। মালবাজারে উদ্ধারকাজে নামল সেনা।
6/10
![ভারী বৃষ্টির সতর্কতা থাকায় চিন্তায় নদী-পাড়ের বাসিন্দারা। মালদাতেও গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। ইংরেজবাজার পুরসভার ১১ নম্বর ওয়ার্ড জলমগ্ন। পুরাতন মালদার ১০ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকায় রাজ্য সড়ক জলের তলায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/19869be69a6b06562c6593c3bfdad2d23335c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারী বৃষ্টির সতর্কতা থাকায় চিন্তায় নদী-পাড়ের বাসিন্দারা। মালদাতেও গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। ইংরেজবাজার পুরসভার ১১ নম্বর ওয়ার্ড জলমগ্ন। পুরাতন মালদার ১০ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকায় রাজ্য সড়ক জলের তলায়।
7/10
![জল জমতে শুরু করেছে ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ডে।জল জমে বিপর্যস্ত জনজীবন। বেহাল নিকাশির কারণেই ভোগান্তি বলে দাবি শহরবাসীর।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/88be1eabc91e3625ed02c293c58f524093944.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জল জমতে শুরু করেছে ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ডে।জল জমে বিপর্যস্ত জনজীবন। বেহাল নিকাশির কারণেই ভোগান্তি বলে দাবি শহরবাসীর।
8/10
![ধস নামা নিয়ে আবারও উত্তরবঙ্গকে সতর্ক করল আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টিতে ধস নামতে পারে যে কোনও সময়ে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/e52f47a500099bc99c9944f4efa612cb8e750.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ধস নামা নিয়ে আবারও উত্তরবঙ্গকে সতর্ক করল আবহাওয়া দফতর। প্রবল বৃষ্টিতে ধস নামতে পারে যে কোনও সময়ে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।
9/10
![এখনই উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মন কোনও বদল হচ্ছে না। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/95b478f8634f6a8f05262067d80a7686704f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এখনই উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মন কোনও বদল হচ্ছে না। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়।
10/10
![image 11](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/02/bc606b0e963c10c98d208489890dd855e4a7b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
image 11
Published at : 02 Jul 2024 12:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)