এক্সপ্লোর
Ramakrishna Dev: রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব উপলক্ষে সেজে উঠেছে কামারপুকুর, দেখুন সেই ছবি
Ramakrishna Birth Anniversary: শুধু মঙ্গলবারই নয়। বুধবার এবং বৃহস্পতিবারও বেলুড় মঠ এবং কামারপুকুরে একাধিক উৎসব এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
কামারপুকুরে মঙ্গলবার সকালে ভোর ৪টে নাগাদ সানাই বাদন দিয়ে উৎসবের সূচনা করা হবে
1/8

শ্রীরামকৃষ্ণদেবের ১৮৮ তম জন্মতিথি। রাজ্যজুড়ে সারম্বরে পালিত হবে এই বিশেষ দিন। বেলুড় মঠ, হুগলী জেলার কামারপুকুরে বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। ছবি সৌজন্যে- বেলুড় মঠের আর্কাইভ
2/8

প্রতিবছরের মতো এবছরও আগামীকাল সকাল থেকেই বেদপাঠ, প্রার্থনা, স্তব ও স্তুতি, ভজন, সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলুড়মঠে ভোর ৪.৩০টেয় মঙ্গলারতি, বেদপাঠ এবং স্তবগান হবে। এরপর ভোর ৫.৩০-এ শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে ও মঠ প্রাঙ্গনে ঊষা-কীর্তন রয়েছে। এরপর সকাল ৭টা নাগাদ মন্দিরে বিশেষ পুজো ও হোমের আয়োজন করা হয়েছে। ছবি সৌজন্যে- কামারপুকুরের ফেসবুক পেজ
Published at : 20 Feb 2023 10:29 PM (IST)
আরও দেখুন






















