এক্সপ্লোর
RG Kar Doctor Death Case : ধর্ষণের ঘটনার আগের মুহূর্তে কী করছিল সঞ্জয়? এবার সামনে সেই ফুটেজও ! দেখুন
Sanjay Roy : নামে সিভিক ভলেন্টিয়ার হলেও, সঞ্জয়ের দাপট পুলিশের থেকে কোনও অংশে কম ছিল না।

ধর্ষণের ঠিক আগের মুহূর্তে কী করছিল সঞ্জয়?
1/10

আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড়ের মধ্যেই এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হল ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ছবি।
2/10

সঞ্জয় রায় পেশায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। তবে অভিযোগ উঠছে, নামে সিভিক ভলেন্টিয়ার হলেও, সঞ্জয়ের দাপট পুলিশের থেকে কোনও অংশে কম ছিল না।
3/10

তাই অন্য কাউকে যেখানে ঢুকতে গেলে নিতে হত অনুমতি, সেখানে অনায়াসে ঢুকে পড়ত সঞ্জয়। বিনা বাধায়। যে কোনও সময়। অন্তত এমনটাই বলছে সূত্র।
4/10

চিৎকার করে কাউকে বলে দেবে তাই খুন করেছি। আমাকে ফাঁসি দিতে চাইলে দিয়ে দিন। ভয়াবহ নৃশংসতার পরও নাকি নির্বিকার, নিরুত্তাপ!সঞ্জয় ধরা পড়ার পর এমনটাই দাবি করেছিল পুলিশ
5/10

পুলিশ সূত্রে দাবি ছিল , সেদিন ঘটনার দিন দীর্ঘক্ষণ আগে থেকেই আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে ছিল সঞ্জয়। রাতে আরজি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতাল থেকে বেরিয়ে মদ খায় সে।
6/10

এরপরই সে চলে যায় চারতলার সেমিনার হলে। সেখানে তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন মহিলা চিকিৎসক। সেইসময় তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে সঞ্জয়।
7/10

এই ছবিটি ঘটনার দিন অর্থাৎ ৯ অগাস্টের। ভোর ৪.০৩। আর জি কর মেডিক্য়াল কলেজের চারতলার করিডর দিয়ে হেঁটে যাচ্ছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়।
8/10

এই জায়গাটি চেস্ট ওয়ার্ড। এই করিডর দিয়েই সেমিনার রুমে যাওয়া যায়। যেখান থেকে উদ্ধার হর তরুণী চিকিৎসকের দেহ।
9/10

হাসপাতালের সিসি ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে সোশাল মিডিয়ায়। মনে করা হচ্ছে এটা অপরাধ ঘটানোর ৫ মিনিট আগে। তখনও সঞ্জয়ের গলায় ঝুলছে হেড ফোন।
10/10

সিসিটিভিতে সেই সময় একাই হাসপাতালে ঢুকতে দেখা যায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে।
Published at : 24 Aug 2024 09:22 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
