এক্সপ্লোর
Success Story: ইটভাটায় কাজ করতেন বাবা, রান্নার কাজ করতেন মা- আইপিএস হয়ে তাঁদের কষ্টের দাম দিয়েছেন সাফিন
IPS Safin Hasan: মাত্র ২২ বছরেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজির গড়েছেন সাফিন হাসান। দারিদ্র্য, অভাব পেরিয়েও সাফল্য ছিনিয়ে এনেছেন সাফিন। কেমন ছিল তাঁর লড়াইয়ের দিনগুলো ?
![IPS Safin Hasan: মাত্র ২২ বছরেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজির গড়েছেন সাফিন হাসান। দারিদ্র্য, অভাব পেরিয়েও সাফল্য ছিনিয়ে এনেছেন সাফিন। কেমন ছিল তাঁর লড়াইয়ের দিনগুলো ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/ed2880e14fb8cab98cac52beae9d6fca1712397693011900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম থেকে
1/10
![মাত্র ২২ বছরেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজির গড়েছেন সাফিন হাসান। দারিদ্র্য, অভাব পেরিয়েও সাফল্য ছিনিয়ে এনেছেন সাফিন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880084ffe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মাত্র ২২ বছরেই ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নজির গড়েছেন সাফিন হাসান। দারিদ্র্য, অভাব পেরিয়েও সাফল্য ছিনিয়ে এনেছেন সাফিন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
2/10
![১৯৯৫ সালে গুজরাতের কানোদর গ্রামে জন্ম হয় সাফিনের। ছোটবেলা থেকেই পরিবারের আর্থিক সামর্থ্য ছিল না তেমন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/156005c5baf40ff51a327f1c34f2975b806ea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১৯৯৫ সালে গুজরাতের কানোদর গ্রামে জন্ম হয় সাফিনের। ছোটবেলা থেকেই পরিবারের আর্থিক সামর্থ্য ছিল না তেমন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
3/10
![একাদশ-দ্বাদশ শ্রেণির বেতন স্কুলের পক্ষ থেকে মকুব করেও দেওয়া হয়েছিল সাফিনের। দ্বাদশের পরে তিনি ভর্তি হন ইঞ্জিনিয়ারিং কলেজে। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/799bad5a3b514f096e69bbc4a7896cd9d9cc9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একাদশ-দ্বাদশ শ্রেণির বেতন স্কুলের পক্ষ থেকে মকুব করেও দেওয়া হয়েছিল সাফিনের। দ্বাদশের পরে তিনি ভর্তি হন ইঞ্জিনিয়ারিং কলেজে। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
4/10
![তখনও অনেক টাকার প্রয়োজন। আর সেই সময় আত্মীয়-স্বজনেরা তাঁর কলেজের বেতন দিয়েছেন। আর কলেজে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেই ইউপিএসসির প্রস্তুতি নিতে শুরু করেন সাফিন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/d0096ec6c83575373e3a21d129ff8fef0f575.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তখনও অনেক টাকার প্রয়োজন। আর সেই সময় আত্মীয়-স্বজনেরা তাঁর কলেজের বেতন দিয়েছেন। আর কলেজে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেই ইউপিএসসির প্রস্তুতি নিতে শুরু করেন সাফিন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
5/10
![সাফিনের বাবা আগে একটা ডায়মন্ড ইউনিটে কাজ করলেও পরে চাকরি চলে যাওয়ায় কাজ শুরু করেন ইটভাটায়। আর মা করতেন বাড়ি বাড়ি গিয়ে রান্নার কাজ। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/032b2cc936860b03048302d991c3498f49b91.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সাফিনের বাবা আগে একটা ডায়মন্ড ইউনিটে কাজ করলেও পরে চাকরি চলে যাওয়ায় কাজ শুরু করেন ইটভাটায়। আর মা করতেন বাড়ি বাড়ি গিয়ে রান্নার কাজ। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
6/10
![কিন্তু এতেও চলত না সংসার। কিছু অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য সাফিনের বাবা-মা কাজ থেকে ফিরে একটি দোকানে সেদ্ধ ডিম বিক্রি করতেন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/18e2999891374a475d0687ca9f989d83b7391.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু এতেও চলত না সংসার। কিছু অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য সাফিনের বাবা-মা কাজ থেকে ফিরে একটি দোকানে সেদ্ধ ডিম বিক্রি করতেন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
7/10
![সাফিন পরে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে স্কুল পরিদর্শনে আসা এক জেলাশাসককে দেখেই আইপিএস হওয়ার প্রেরণা পেয়েছেন সাফিন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/fe5df232cafa4c4e0f1a0294418e5660c0db7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সাফিন পরে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে স্কুল পরিদর্শনে আসা এক জেলাশাসককে দেখেই আইপিএস হওয়ার প্রেরণা পেয়েছেন সাফিন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
8/10
![এত অভাবের মধ্যেও লক্ষ্যে স্থির থেকে পড়াশোনা চালিয়ে গিয়েছেন সাফিন। ২০১৭ সালে প্রথম ইউপিএসসি পরীক্ষায় বসেন তিনি। আর পরীক্ষার দিনেই একটা গুরুতর দুর্ঘটনা ঘটে যায়। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/8cda81fc7ad906927144235dda5fdf159bc36.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এত অভাবের মধ্যেও লক্ষ্যে স্থির থেকে পড়াশোনা চালিয়ে গিয়েছেন সাফিন। ২০১৭ সালে প্রথম ইউপিএসসি পরীক্ষায় বসেন তিনি। আর পরীক্ষার দিনেই একটা গুরুতর দুর্ঘটনা ঘটে যায়। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
9/10
![আহত হয়েও পরীক্ষা দিয়ে আসেন সাফিন। পরীক্ষা শেষে বেরোনর পর তাঁর চিকিৎসা হয়। অস্ত্রোপচারও করতে হয়েছিল। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/30e62fddc14c05988b44e7c02788e1878609f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আহত হয়েও পরীক্ষা দিয়ে আসেন সাফিন। পরীক্ষা শেষে বেরোনর পর তাঁর চিকিৎসা হয়। অস্ত্রোপচারও করতে হয়েছিল। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
10/10
![সেবারে পাশ করতে না পারলেও ২০১৮ সালে সাফিন আরেকবার পরীক্ষায় বসেন এবং ইউপিএসসি উত্তীর্ণ হয়ে ৫৭০ র্যাঙ্ক অর্জন করেন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/ae566253288191ce5d879e51dae1d8c38d5e7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সেবারে পাশ করতে না পারলেও ২০১৮ সালে সাফিন আরেকবার পরীক্ষায় বসেন এবং ইউপিএসসি উত্তীর্ণ হয়ে ৫৭০ র্যাঙ্ক অর্জন করেন। ছবি- সাফিন হাসানের ইনস্টাগ্রাম
Published at : 06 Apr 2024 03:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)