এক্সপ্লোর
UPSC Success Story: টানাপড়েনের সংসারে টিউশন নিতে পারেননি, নিজে পড়ে প্রথমবারেই সফল দিব্যা
UPSC Preparation of Divya Tanwar: পড়াশোনার ইচ্ছে এবং লড়াইয়ের মানসিকতা থাকলে অসাধ্য সাধন করা যায়। নিজে করে দেখিয়েছেন দিব্যা তনওয়ার
ছবি: দিব্যা তনওয়ারের ইনস্টাগ্রাম প্রোফাইল
1/10

ভারতের সরকারি চাকরির ক্ষেত্রে অন্যতম কঠিন পরীক্ষা বলে মনে করা হয় UPSC-কে। দেশের প্রশাসনের সর্বোচ্চ পদে বসার জন্য অত্যন্ত কঠিন ধাপ পেরোতে হয় এই পরীক্ষায়।
2/10

হরিয়ানার দিব্যা তনওয়ার এমনই একজন, যাঁর UPSC-সাফল্যের কাহিনি বহু লোককে অনুপ্রেরণা দেবে। তাঁর লড়াই এবং প্রস্তুতির বিবরণ অনেককেই মনের জোর দেবে।
Published at : 27 May 2024 10:59 PM (IST)
Tags :
UPSC Success Storyআরও দেখুন






















