এক্সপ্লোর
Success Story: IAS হয়েও চাকরি ছাড়েন, শিক্ষকতাই ছিল প্যাশন- কীভাবে এত জনপ্রিয় তনু জৈন ?
Tanu Jain Success Story: তনু জৈন। ইউপিএসসি উৎসাহীদের কাছে এক পরিচিত নাম। দেশের অন্যতম মোটিভেশনাল স্পিকার এবং এডুকেটর হিসেবেই তিনি পরিচিত। ডাক্তার থেকে আইএএস অফিসার। তারপর শিক্ষিকা হিসেবেই খ্যাতি।

ছবি সৌজন্য- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
1/10

ডাক্তার থেকে আইএএস অফিসার। সেই চাকরিও ছেড়ে দিয়ে শিক্ষকতায় মন। আর তাতেই সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
2/10

তনু জৈন। ইউপিএসসি উৎসাহীদের কাছে এক পরিচিত নাম। দেশের অন্যতম মোটিভেশনাল স্পিকার এবং এডুকেটর হিসেবেই তিনি পরিচিত। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
3/10

দিল্লির কেমব্রিজ স্কুলে পড়াশোনা, তারপর মিরাটের শুভ্রাতি মেডিকেল কলেজ থেকে দন্ত চিকিৎসা নিয়ে বিডিএস ডিগ্রি লাভ করেন তনু জৈন। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
4/10

আর এই ডাক্তারি পড়তে পড়তেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেন তনু জৈন। ২০১৫ সালে প্রথম ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
5/10

২০১২ সালে প্রথম পরীক্ষায় বসেছিলেন তনু জৈন। তবে সেবারে প্রিলিমসে পাশ করলেও মেনসে আটকে যান। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
6/10

২০১৪ সালে আবারও পরীক্ষা দেন তিনি। ৬৪৮ র্যাঙ্ক অর্জন করেন তনু, ২০১৫ সালে আবার পাশ করেন ইউপিএসসি। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
7/10

মাত্র ২ মাসের প্রস্তুতিতেই ইউপিএসসি উত্তীর্ণ হন তনু জৈন। তবে আইএএস অফিসার হয়েও বেশিদিন চাকরি করেননি তিনি। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
8/10

মাত্র ৭ বছর আইএএস হিসেবে কাজ করেই চাকরি ছেড়ে শিক্ষকতা শুরু করেন তিনি। পরীক্ষার্থীদের সুবিধের কথা ভেবে শিক্ষকতায় আসা তনু জৈনের। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
9/10

তাঁর স্বামী সিভিল সার্ভিসে আছেন, ঝুঁকি নিতে পেরেছিলেন তাই তনু। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি লক্ষ করেছি পরীক্ষার্থীদের মধ্যে UPSC-র প্রস্তুতি নিয়ে প্রচুর সমস্যা তৈরি হয়।' ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
10/10

ইনস্টাগ্রামে, ইউটিউবে এখন অনুপ্রেরণামূলক বক্তব্য রাখার জন্য বিশেষভাবে জনপ্রিয় তনু জৈন। ছবি- তনু জৈনের ইনস্টাগ্রাম থেকে
Published at : 27 May 2024 01:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
