এক্সপ্লোর
Saumitra Vs Sujata:আদিবাসীদের সঙ্গে নাচের তালে জনসংযোগ সুজাতার, ট্রেনে উঠে 'ঝালমুড়ি'-প্রচার সৌমিত্র-র
Lok Sabha Elections 2024:'দাম্পত্য' এখন অতীত, এই মুহূর্তে শুধুই লোকসভা ভোটে বিষ্ণুপুর কেন্দ্রের দুই যুযুধান প্রার্থী 'ওঁরা'। 'ওঁরা' অর্থাৎ সৌমিত্র খাঁ এবং সুজাতা মন্ডল। প্রচারে কে কী করলেন?

আদিবাসীদের সঙ্গে নাচের তালে জনসংযোগ সুজাতার, ট্রেনে উঠে 'ঝালমুড়ি'-প্রচার সৌমিত্র-র
1/8

সপ্তাহের প্রথম দিনে একজন প্রচার করলেন ট্রেনে চেপে। আর অন্য জন জনসংযোগের জন্য পৌঁছে গেলেন আদিবাসী অধ্যুষিত গ্রামে। 'দাম্পত্য' এখন অতীত, এই মুহূর্তে শুধুই লোকসভা ভোটে বিষ্ণুপুর কেন্দ্রের দুই যুযুধান প্রার্থী 'ওঁরা'। 'ওঁরা' অর্থাৎ সৌমিত্র খাঁ এবং সুজাতা মন্ডল।
2/8

সৌমিত্র খাঁ লড়ছেন বিজেপির প্রার্থী হয়ে। আর তাঁর প্রাক্তন স্ত্রী, সুজাতা মন্ডল এখন তৃণমূলে। এবার প্রতিদ্বন্দ্বিতাও করছেন বিষ্ণুপুর থেকে। দু'জনের প্রচারে সরগরম বিষ্ণুপুর। সোমবারও তার ঝলক দেখা গেল।
3/8

সপ্তাহের প্রথম দিন, বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সোনামুখী রেল স্টেশন থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ট্রেনে চেপে ভোট প্রচার করেন তিনি। কথা বলেন ট্রেনযাত্রীদের সঙ্গে। প্রত্যেকের কাছে হাতজোড় করে ভোট চান।
4/8

তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল আবার সোমবার সকালে বিষ্ণুপুর লোকসভার বেলিয়াতোড়ের বেনাচাপড়া আদিবাসী অধ্যুষিত গ্রামে হাজির হন।সেখানে আদিবাসী মানুষদের সাথে নিয়ে জাহের থানে পুজো দেন তিনি।
5/8

এদিন ট্রেনে চেপে প্রচার করার সময় ঝালমুড়িও খেতে দেখা যায় সৌমিত্রকে। সঙ্গে ছিলেন সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামি-সহ কর্মী-সমর্থকেরা।
6/8

অন্য দিকে, আদিবাসীদের সঙ্গে ধামসা মাদলের তালে তাল মিলিয়ে নৃত্যে সামিল হন সুজাতা। জনসংযোগের পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রচারও করতে দেখা যায় তাঁকে। করেন।
7/8

পরে আবার এক আদিবাসী পরিবারের দাওয়ায় বসে মুড়ি খেতে খেতে গল্প করতেও দেখা যায় সুজাতাকে। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটের আগে আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সৌমিত্র। তবে আদালতের নিষেধাজ্ঞায় সৌমিত্র নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে না পারায় স্বামীর হয়ে তাঁর কেন্দ্রে প্রচার করেন সুজাতা।
8/8

২০১৯ সালে মূলত সুজাতার কাঁধে ভর করেই ভোট বৈতরণী পার করেন সৌমিত্র। কিন্তু এর পর থেকে রাজনৈতিক ও পারিবারিকভাবে স্বামীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হচ্ছিল বেশ কিছুদিন ধরে। একুশের বিধানসভা নির্বাচনের আগে সেই দূরত্ব বাড়তে বাড়তে ভাঙনের রূপ নেয়। এবার মুখোমুখি লড়াই।
Published at : 18 Mar 2024 06:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
