এক্সপ্লোর
Karnataka Election 2023 Results : কর্ণাটক 'হাতে' আসার পথ মসৃণ, উচ্ছ্বাসে মাতোয়ারা কংগ্রেস কর্মী-সমর্থকরা
সকাল থেকেই জয়ের ট্রেন্ড দেখা যায়। উচ্ছ্বাস শুরু হয়ে যায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে
কংগ্রেসের পতাকা হাতে এক সমর্থক
1/10

কুর্সি বদলের পথে কর্ণাটক। ফলাফলে অনেক এগিয়ে কংগ্রেস। কন্নড়ভূমে গদি হারানোর পথে বিজেপি।
2/10

সকাল থেকেই জয়ের ট্রেন্ড দেখা যায়। উচ্ছ্বাস শুরু হয়ে যায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে।
3/10

ম্যাজিক ফিগারের কাছাকাছি যেতেই হাতে ব্যানার নিয়ে নেমে পড়েন দলীয় কর্মী-সমর্থকরা।
4/10

হাতে গদা নিয়ে এবং পৌরাণিক সাজে এক কর্মীকে নাচতে দেখা যায়।
5/10

দিল্লিতে সদর দফতরে ঢাক-ঢোল বাজিয়ে নাচে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা।
6/10

উপরের ছবিতে এক কংগ্রেস সমর্থককে শঙ্খ বাজাতে দেখা যাচ্ছে।
7/10

জয়ের পথ মসৃণ হতেই হাসিমুখে দেখা যায় বর্ষীয়ান কংগ্রেস নেতা সিদ্দারামাইয়াকে। অনুগামীদের সঙ্গে মেলান হাত।
8/10

বেঙ্গালুরুতেও একই ছবি ধরা পড়ে। উচ্ছ্বাসে মেতে ওঠেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।
9/10

দলীয় পতাকা নিয়ে ওঠে স্লোগান। একে অপরকে অভিনন্দন জানান।
10/10

দল ম্যাজিক ফিগার পেরোতেই, আগামীকাল সকালে বেঙ্গালুরুতে পরিষদীয় দলের বৈঠক ডাকল কংগ্রেস ।
Published at : 13 May 2023 01:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























