এক্সপ্লোর
Abhishek Banerjee : পঞ্চায়েতের প্রচারের মাঝেই অভিষেকের মুখে 'দিল্লি চলো', কী কী বাণে বিদ্ধ করলেন কেন্দ্রকে?

পঞ্চায়েতের প্রচারের মাঝেই অভিষেকের মুখে 'দিল্লি চলো'
1/9

মঙ্গলবার নদিয়া থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুরে কৃষ্ণগঞ্জ বিধানসভার বাদকুল্লায় তাঁর নির্বাচনী সভা থেকে আগাগোড়া তাঁর আক্রমণের লক্ষ্য ছিল বিজেপি।
2/9

২০১৬-য় কৃষ্ণগঞ্জ বিধানসভা তৃণমূল দখল করলেও, বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হওয়ার পর, ২০২১-এ এই আসন ছিনিয়ে নেয় বিজেপি। সেখান থেকেই আজ নির্বাচনী প্রচার শুরু করলেন অভিষেক।
3/9

'বিজেপি-র জয়ীদের কখনও পাশে পেয়েছেন ?'হাঁসখালির জনসভায় প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে ফের অভিষেকের মুখে 'বহিরাগত'প্রসঙ্গ। বললেন, ' তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থাকে। বহিরাগত নেতাদের চোখে দেখতে পাওয়া যায় না'
4/9

আগাগোড়াই তাঁর মুখে নরেন্দ্র মোদির সরকারকে ক্ষুরধার আক্রমণ। বললেন, 'অচ্ছে দিনের গল্প বলে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে বিজেপি। আপনাদের টাকা বিদেশে নিয়ে চলে যাচ্ছে নীরব মোদি, মেহুল চোকসিরা'
5/9

সেই সঙ্গে তুলনা করে বোঝানোর চেষ্টা করেছেন কীভাবে তৃণমূল কংগ্রেস পাশে থাকে মানুষের। অভিষেক বলেছেন, 'তৃণমূল কথা দিয়ে কথা রাখে। বাংলার মানুষের প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। দল-মত নির্বিশেষে সবার কাছে উন্নয়ন পৌঁছে দিয়েছে তৃণমূল। কানে শুনে নয়, নিজের অভিজ্ঞতার নিরিখে ভোট দিন'
6/9

প্রতিবার ভোটের আগেই মতুয়া সম্প্রদায়কে ঘিরে রাজনৈতিক দড়া টানাটানি প্রবল হয়। মতুয়া অধ্যুষিত ঠাকুরনগর বরাবর নির্বাচনী প্রচারের রাজনীতির ফোকাসে থেকেছে। এদিন অভিষেক হাঁসখালি থেকে বললেন, ' মতুয়াদের এদেশের ওপর আমার-আপনার মতোই সমান অধিকার'
7/9

আবারও অভিষেকের মুখে শোনা গেল সিএএ প্রসঙ্গ। বললেন, 'আগে প্রধানমন্ত্রী ১৯৭২ সালের আগের প্রমাণপত্র দেখান, তারপর সাধারণ মানুষ দেখাবেন। শুভেন্দু অধিকারী বলছেন ঠাকুরবাড়িতে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল না বলে শান্তনু ঠাকুর আমাকে মন্দিরে ঢুকতে দেননি'
8/9

অভিষেক বললেন, ' বিজেপি এভাবেই মানুষকে নিজের অধিকার থেকে বঞ্চিত করে। তৃণমূলে কেউ দুর্নীতি করলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। বিজেপি-তে যারা দুর্নীতি করে তাদের বড় বড় পদ দেওয়া হয়'
9/9

নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও যেমন কেন্দ্রীয় বঞ্চনার কথা শোনা গিয়েছে, তেমনই শোনা গেল অভিষেকের মুখে। ''পঞ্চায়েত নির্বাচনের একমাসের মধ্যে 'দিল্লি চলো' ডাক দেওয়া হবে ''
Published at : 27 Jun 2023 03:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
