এক্সপ্লোর
Rahul Gandhi Assets: শুধু রাজনীতি নয়, বাজারের হালহকিকতও বোঝেন, এই স্টকগুলিতে বিনিয়োগ রয়েছে রাহুল গাঁধীর
Rahul Gandhi Investments: নিজের সম্পত্তি, বিনিয়োগের খতিয়ান দিলেন রাহুল। -ফাইল চিত্র।
—ফাইল চিত্র।
1/15

যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। একথা প্রযোজ্য রাজনীতিকদের উপরও। শুধুমাত্র রাজনীতিই নয়, রোজগারের অন্য ফিকির খোঁজেন তাঁরা। কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীও তাঁর ব্যতিক্রম নন। রাজনীতির পাশাপাশি শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ডে মোটা টাকা বিনিয়োগ রয়েছে তাঁর।
2/15

বুধবার ওয়েনাড থেকে লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন রাহুল, তাতে নিজের সম্পত্তির হলফনামাও নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন তিনি। সম্পত্তির যে হিসেব দিয়েছেন রাহুল, তাতে তাঁর বিনিয়োগ দেখে চমকে গিয়েছেন অনেকেই। রাজনীতির পাশাপাশি শেয়ার বাজারের হাল-হকিকতও যে তিনি ভাল বোঝেন, তা বোঝা যাচ্ছে হিসেব দেখেই।
Published at : 04 Apr 2024 12:14 AM (IST)
আরও দেখুন






















