এক্সপ্লোর
WB Election 2021: তৃতীয় দফার ভোটে রাজ্যে নিরাপত্তায় ৬১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
1/5

সবে দু’দফার ভোট হয়েছে। এখনও বাকি ছ’ দফা। ভোট যত এগোচ্ছে, রাজ্যে কে কত আসনে জিতবে, তা নিয়েও তরজার পারদ ক্রমশ চড়ছে। প্রতিবেদন- রুমা পাল
2/5

আগামী ৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফায় ভোট তিন জেলা হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় ৷ দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দীঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ডহারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর। হাওড়ার উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর কেন্দ্র। হুগলির জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরশুড়া, আরামবাগ, গোঘাট, খানাকুল।
Published at : 02 Apr 2021 09:30 PM (IST)
আরও দেখুন






















