এক্সপ্লোর
WB Election 2021: নির্বাচন আগে ? নাকি জীবন?... ভোট বন্ধের দাবিতে কমিশনের অফিসের সামনেই PPE পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/07/694fe4181ba237d23cdb26e7d1bd8c64_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/5
![নির্বাচন আগে ? নাকি জীবন ? বুধবার সকালে নির্বাচন কমিশনের অফিসের সামনে পিপিই পরে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন একটি অরাজনৈতিক দলের সদস্যরা ৷ Photo: PTI](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/07/04f5a4ef00118ecc840d4d7dde4cc452c43f0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নির্বাচন আগে ? নাকি জীবন ? বুধবার সকালে নির্বাচন কমিশনের অফিসের সামনে পিপিই পরে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন একটি অরাজনৈতিক দলের সদস্যরা ৷ Photo: PTI
2/5
![কবে ঘুম ভাঙবে সকলের ? দেশে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ এ রাজ্য তার ব্যতিক্রম নয় ৷ তাহলে এই পরিস্থিতিতে ভোট কেন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/07/648b9906a614a4bb30c20591243c65eca4346.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কবে ঘুম ভাঙবে সকলের ? দেশে প্রতিদিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ এ রাজ্য তার ব্যতিক্রম নয় ৷ তাহলে এই পরিস্থিতিতে ভোট কেন ?
3/5
![অবিলম্বে ভোট বন্ধের দাবিতে কমিশনের অফিসের সামনেই এদিন পিপিই পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানালেন ৮-১০ জন ৷](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/07/134ce63057f068a219a0df338fb0b7237beb6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অবিলম্বে ভোট বন্ধের দাবিতে কমিশনের অফিসের সামনেই এদিন পিপিই পরে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানালেন ৮-১০ জন ৷
4/5
![পরনে পিপিই কিট, হাতে প্ল্যাকার্ড ৷ সকলের দাবি একটাই, কমিশন করোনা পরিস্থিতির দিকে নজর দিক ৷ এ ভাবে ভোট ও বোটের প্রচার চলতে থাকলে, তা বিপদই ডেকে আনছে ৷](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/07/c71dbf27084e51b6f1ca68a93d8af38f8dd36.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরনে পিপিই কিট, হাতে প্ল্যাকার্ড ৷ সকলের দাবি একটাই, কমিশন করোনা পরিস্থিতির দিকে নজর দিক ৷ এ ভাবে ভোট ও বোটের প্রচার চলতে থাকলে, তা বিপদই ডেকে আনছে ৷
5/5
![এখন রাজনৈতিক কর্মকাণ্ড চলছে ৷ তার মধ্যেই করোনার দাপট বাড়ছে ৷ একদিকে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে ৷ পাশাপাশি সেকেন্ড ওয়েভ- বাড়বাড়ন্ত ৷ দুটোর মধ্যে সামঞ্জস্য ভুলে যাচ্ছে মানুষ ৷ সংক্রমণ বিধি, মানা হচ্ছে না ৷ ফলে আরও বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কা বেড়ে যাচ্ছে ৷ অতএব রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ৷](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/07/adaf0ad2e085c835a82b2f021fe236ae5eac6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এখন রাজনৈতিক কর্মকাণ্ড চলছে ৷ তার মধ্যেই করোনার দাপট বাড়ছে ৷ একদিকে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে ৷ পাশাপাশি সেকেন্ড ওয়েভ- বাড়বাড়ন্ত ৷ দুটোর মধ্যে সামঞ্জস্য ভুলে যাচ্ছে মানুষ ৷ সংক্রমণ বিধি, মানা হচ্ছে না ৷ ফলে আরও বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কা বেড়ে যাচ্ছে ৷ অতএব রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা ৷
Published at : 07 Apr 2021 04:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)