এক্সপ্লোর
Alia Bhatt in Kolkata: ঢাকাই শাড়ি, হাতে সন্দেশ! কলকাতায় 'গঙ্গুবাঈ' আলিয়া ভট্ট

কলকাতায় আলিয়া ভট্ট (ছবি: অতসী মুখোপাধ্যায়)
1/9

মুক্তির অপেক্ষায় 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। ছবির প্রচারে আজ শহরে এলেন অভিনেত্রী আলিয়া ভট্ট।
2/9

সাদা ধবধবে ঢাকাই শাড়িতে নজর কাড়েন আলিয়া। সঙ্গে ছিল মানানসই ভারী কানের দুল।
3/9

কলকাতার প্রিয়া সিনেমা হলে ছবির প্রচার সারেন অভিনেত্রী। মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের।
4/9

'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির নতুন গান 'মেরি জান' মুক্তি পেল কলকাতা থেকেই।
5/9

ছবির ট্রেলার, গান এবং আলিয়ার অভিনয় ও নাচ ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শক মহলে। ছবি সৌজন্য: অতসী মুখোপাধ্যায়।
6/9

আসন্ন ছবি নিয়ে কি টেনশনে পর্দার 'গঙ্গুবাঈ'? অভিনেত্রীর উত্তর, 'চরিত্রটি অত্যন্ত বলিষ্ঠ। তবে এখন কোনও নার্ভাসনেস নেই। পরীক্ষা অর্থাৎ শ্যুটিং শেষ। এখন তিনি শান্ত।'
7/9

ছবিতে আলিয়া ভট্টের বিপরীতে দেখা যাবে অভিনেতা কোরিওগ্রাফার শান্তনু মাহেশ্বরীকে। তিনি আবার কলকাতারই ছেলে। 'মেরি জান' গানেও আলিয়া ও শান্তনুকেই দেখা যাবে।
8/9

কলকাতা সফর নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন আলিয়া। ক্যাপশনে লেখেন, 'কলকাতা মেরি জান'।
9/9

আগামী ২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত বহু প্রতীক্ষিত 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।
Published at : 21 Feb 2022 11:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
