হলুদ গাউনের ওপর এসে পড়েছে মিঠে রোদ। খোলা চুলে আবেশ ছড়াচ্ছেন অঙ্কিতা লোখণ্ডে।
2/8
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই খবরের শিরোনামে তাঁর প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা। কিন্তু তাঁর প্রায় প্রত্যেক কাজকেই আতসকাচের তলায় ধরা হয়। জুন মাসে সুশান্তকাণ্ডের পর তাঁর মৃত্যুর সুবিচার নিয়ে সরব হয়েছিলেন অঙ্কিতা।
3/8
সেইসময় সরাসরি রিয়া চক্রবর্তীকে দোষারোপ করেছিলেন অঙ্কিতা। সুশান্ত রিয়ার বান্ধবী ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন অঙ্কিতা
4/8
কখনও জন্মদিন উদযাপন আবার কখনও গানের ছন্দে উদ্দাম নাচ, অঙ্কিতার অ্যাকাউন্টে ফের খুশির ছোঁয়া।
5/8
তবে নতুন ছবির জন্য অঙ্কিতাকে নেটিজেনজের কুমন্তব্যও সহ্য করতে হচ্ছে বিস্তর।
6/8
অঙ্কিতার প্রায় প্রত্যেক ছবির কমেন্টেই থাকছে সুশান্তের উল্লেখ। অনেকেই বলছেন, ' অঙ্কিতার কি আর সুশান্তকে মনে পড়ে না?' কেউ কেউ আবার বলেছেন, " নিয়মিত নতুন ফটো ভিডিও দিয়ে কী প্রমান করতে চাইছেন অঙ্কিতা?'
7/8
তবে অঙ্কিতা এই সমস্ত কমেন্টের কোনও প্রত্যুত্তর দেননি কখনও। সম্প্রতি হলুদ শাড়ি পড়ে নাচ করে সমালোচিত হয়েছিলেন অঙ্কিতা। কিন্তু সেই পরোয়া না করেই ফের আরও একটি নাচের ভিডিও আপলোড করে দেন অঙ্কিতা।