এক্সপ্লোর
Bachchhan Paandey: 'বচ্চন পাণ্ডে' ছবির প্রোমোশনে অক্ষয়-কৃতী-জ্যাকলিনরা
বচ্চন পাণ্ডে
1/10

মাত্র কয়েকদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে 'বচ্চন পাণ্ডে' ছবির নতুন পোস্টার (Bachchan Pandey New Poster) শেয়ার করেছেন অক্ষয় কুমার। নতুন পোস্টারে রুক্ষ চেহারায় দেখা যায় অভিনেতাকে।
2/10

পোস্টার শেয়ার করে অভিনেতা লিখেছেন, 'একটা চরিত্রে এত বৈচিত্র রয়েছে, যা একটা রঙের দোকানেও থাকে না। বচ্চন পাণ্ডে আপনাকে ভয় দেখানো, হাসানো, কাঁদানো সব কিছুর জন্য তৈরি।'
3/10

আগামী ১৮ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি। রঙের উৎসবে দর্শকের জন্য় নতুন ছবি আনছেন অক্ষয় কুমার।
4/10

'বচ্চন পাণ্ডে' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অক্ষয় তুমার, জ্যাকলিন ফার্নান্ডেজ, কৃতী শ্যানন, আরশাদ ওয়ার্সিকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, অভিমন্যু সিংহকে।
5/10

বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল, কোনও কারণে কৌতুক অভিনেতা কপিল শর্মার উপর চটেছেন অক্ষয় কুমার। আর সেই কারণেই 'দ্য কপিল শর্মা শো'-এ এই ছবির প্রোমোশনের জন্য যেতে রাজি নন তিনি।
6/10

যদিও পরবর্তীকালে কপিল শর্মা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানান যে, তাঁর সঙ্গে অক্ষয় কুমারের কোনও সমস্যা নেই। 'বচ্চন পাণ্ডে' ছবির প্রোমোশনের জন্য খুব শীঘ্রই তাঁদের দেখা হচ্ছে।
7/10

তেমনই জানা যাচ্ছে, কপিল শর্মার শোয়ে খুব শীঘ্রই হাজির থাকতে চলেছেন 'বচ্চন পাণ্ডে' ছবির অভিনেতারা। এদিন মুম্বইয়ের বিভিন্ন জায়গায় প্রোমোসনের জন্য দেখা যায় তাঁদের।
8/10

মুম্বইয়ে 'বচ্চন পাণ্ডে' ছবির প্রোমোশন করছেন অক্ষয় কুমার, কৃতী শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ার্সিরা। প্রোমোশনের সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন তাঁরা।
9/10

ইতিমধ্যেই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। যাতে ভয়াবহ লুকে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে।
10/10

এছাড়াও ছবির গানও মুক্তি পেয়েছে নেট মাধ্যমে। 'বচ্চন পাণ্ডে' ছবির গান দর্শকের বেশ পছন্দ হয়েছে বলেই জানা যাচ্ছে।
Published at : 09 Mar 2022 03:06 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















