এক্সপ্লোর
Sanjay Leela Bhansali: ৬০-র ঘরে সঞ্জয়, পরিচালকের পালতোলা নৌকায় বারবার ফেরেন প্রাণের মানুষের দল
Sanjay Leela Bhansali Birthday: তেইশ সালেও আচ্ছা আচ্ছা পরিচালককে টেক্কা দেন সঞ্জয় লীলা বনশালী। আজ তাঁর জন্মদিনে সোশ্যালে শুভেচ্ছার বন্যা।
৬০-র ঘরে পৌঁছে গেলেন সঞ্জয়, তবুও পরিচালকের পালতোলা নৌকায় বয়েস কমে কাপলদের
1/10

তেইশ সালেও আচ্ছা আচ্ছা পরিচালককে টেক্কা দেন সঞ্জয় লীলা বনশালী। আজ তাঁর জন্মদিনে সোশ্যালে শুভেচ্ছার বন্যা।
2/10

তবে অনেক কিছু না বলেই যে হৃদয় জয় করা যায়, তা নব্বইয়ের দশকেই বুঝিয়ে দিয়েছিলেন বলিউডের এই কালো ঘোড়া।
3/10

' খামোশি: দ্য মিউজিক্যাল' ছবিটি পরিচালনার মধ্য দিয়েই তার সিনে যাত্রা শুরু। তবে এর পরের ছবি পরিচালককে চিনিয়ে দেয়।
4/10

১৯৯৯ সালে তিনি বানান হাম দিল দে চুকে স্য়ানাম। বলাই বাহুল্য এই ছবি দিগন্ত ছুঁয়ে যায়।
5/10

একে তার পরিচালনা নতুন দৃষ্টিকোণ পান ঐশ্বর্য রাই। আর সলমন এবং অজয় দেবগণ এই ছবির নক্ষত্র। তবে প্রাণ প্রতিষ্ঠা মিউজিকেই।
6/10

২০০২ সালে তিনি তৈরি করেন দেবদাস। ঐশ্বর্য এই ছবিতে অভিনয় করেন তারই পরিচালনায় শাহরুখের বিপরীতে।
7/10

বলা যায় ২০০০ সালের পর আর পিছন ফিরে তাঁকাতে হয়নি সঞ্জয় লীলাকে।
8/10

তবে তিনি যে হালের ছবি নির্মাতাদেরও টেক্কা দিতে পারেন, তার অন্যতম প্রমাণ বাজিরাও মাস্তানি।
9/10

২০১৫ সালে বাজিরাও মাস্তানি করে তিনি ফের নিজের মেজাজ বুঝিয়ে দেন।
10/10

দেখতে দেখতে ২০২৩ সালে তিনি হলেন এবার সিনিয়র সিটিজেন। আজ্ঞে হ্যাঁ এবার ৬০ ঘরে নাম লেখালেন তিনিও।
Published at : 24 Feb 2023 10:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















