এক্সপ্লোর
Dharmendra Birthday: ঘনিষ্ঠদের আবদারে জন্মদিনে কেক কাটলেন ‘বীরু’, নিজে না থাকতে পারলেও, নাতিকে পাঠালেন ‘জয়’
Celebrity Birthday: এককালের সুদর্শন নায়ক এখন বার্ধক্যে। অনুরাগী, ঘনিষ্ঠদের আবদারেই কাটলেন কেক।
কেক কাটছেন ধর্মেন্দ্র। ছবি: পিটিআই।
1/10

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সুদর্শন পুরুষ। কতশত মেয়ের স্বপ্নের পুরুষ ছিলেন তিনি। এখন বার্ধক্য থাবা রেখেছে শরীরে। তবে আগের মতোই দিলদরিয়া, হাসিমুখ ধর্মেন্দ্র।
2/10

বৃহস্পতিবার জন্মদিনে ধর্মেন্দ্রর। বলিউডের কলাকুশলী, পরিবার, অনুরাগীরা সকাল থেকে শুভেচ্ছাবার্তায় ভাসিয়ে দিয়েছেন। বাড়ির সামনেও ভিড় জমান অনুরাগীরা। সকলের আবদার মেনে এ বার ক্যামেরার সামনে কেক কাটলেন ধর্মেন্দ্র।
Published at : 08 Dec 2022 04:26 PM (IST)
আরও দেখুন





















